TRENDING:

থুতু ছিটিয়ে ছোলা বিক্রি ! চাঞ্চল্যকর অভিযোগ হকারের বিরুদ্ধে, প্রতিবাদে উত্তাল হল শিমলা

Last Updated:

Shimla News: অভিযোগ, রাস্তার ধারের ওই ছোলা বিক্রেতা ছোলায় থুতু ছিটিয়ে তা বিক্রি করছে। যার জেরে বুধবার শুরু হয় তীব্র বিক্ষোভ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিমলা, হিমাচল প্রদেশ: ছোলা বিক্রেতার আজব কাণ্ডকারখানাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল হিমাচল প্রদেশের পাহাড়ের রানি শিমলা। আসলে অভিযোগ, রাস্তার ধারের ওই ছোলা বিক্রেতা ছোলায় থুতু ছিটিয়ে তা বিক্রি করছে। যার জেরে বুধবার শুরু হয় তীব্র বিক্ষোভ। ওই ছোলা বিক্রেতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বিজেপির মহিলা মোর্চার নেত্রীও। এখানেই শেষ নয়, প্রতিবাদে শামিল হয় দেবভূমি সংঘর্ষ সমিতিও। এমনকী, সাবধানও করা হয়েছে ওই বিক্রেতাকে।
থুতু ছিটিয়ে ছোলা বিক্রি ! চাঞ্চল্যকর অভিযোগ হকারের বিরুদ্ধে (Photo: Kalpana Sharma/Facebook Page)
থুতু ছিটিয়ে ছোলা বিক্রি ! চাঞ্চল্যকর অভিযোগ হকারের বিরুদ্ধে (Photo: Kalpana Sharma/Facebook Page)
advertisement

শিমলার কালীবাড়ি মন্দিরের রাস্তায় যে গ্র্যান্ড হোটেল পড়ে, তার কাছেই ঘটেছে এই ঘটনা। আসলে ওই হোটেলের কাছে এক ব্যক্তি ঠেলায় ছোলা বিক্রি করেন। অভিযোগ উঠেছে, ওই বিক্রেতা ছোলার উপর থুতু মাখিয়ে তা ক্রেতাদের কাছে বিক্রি করেন। এই চাঞ্চল্যকর দাবি তুলেছে দেবভূমি সংঘর্ষ সমিতি।

আরও পড়ুন– চেন্নাই সুপার কিংসের হারের জন্য ধোনিকেই কেন কাঠগড়ায় তোলা হচ্ছে? আইপিএল ট্রোলের সবথেকে ‘সফট টার্গেট’ কি তাহলে দলের প্রাক্তন অধিনায়কই?

advertisement

আর এই সমিতির দুই সদস্যা কল্পনা এবং শ্বেতা বলেন, কমিটির তরফে আগেই সরকারকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে, যদি সরকার এই বিষয়ে কোনও ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে শিমলায় ৫০০ হিন্দু ঠেলা লাগিয়ে হকারি করবেন।

আরও পড়ুন– খড়ের তৈরি কুঁড়েঘর যেন নোট ছাপানোর মেশিন! ৫০ হাজার টাকা বিনিয়োগ করে বার্ষিক ৭ লক্ষ টাকা লাভ করছেন গ্রামের মহিলারা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সেই ঘটনার সময় প্রতিবাদ চলাকালীনই ফেসবুক লাইভ করেছিলেন কল্পনা। তিনি বলেন যে, মিউনিসিপ্যাল কর্পোরেশন কোনও সময় ব্যয় না করেই বিক্রেতা এবং সিরমৌরী ভাইদের উচ্ছেদ করে দেয়। কল্পনা আরও বলেন যে, পুলিশ বলছে, এই হকাররা কারও কথা কানে তোলে না। আর মিউনিসিপ্যাল কর্পোরেশনও কিছুই করছে না। এদিকে শিমলার সঞ্জৌলির ঘটনা ঘটার পরেই সরকার জানিয়েছে যে, তারা স্ট্রিট ভেন্ডর পলিসি আনবে। কিন্তু এর ছয় মাস কেটে গেলেও এখনও পর্যন্ত শিমলায় কোনও পলিসি লাগু হয়নি। দেবভূমি সংঘর্ষ সমিতি আবার জানিয়েছে যে, ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। কিন্তু ৫ দিন পরেও কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আসলে সঞ্জৌলির ঘটনা ঘটার পরেই গোটা শিমলা জুড়ে স্ট্রিট ভেন্ডর পলিসি আনার জন্য দাবি উঠেছিল। এমনকী, সেই পলিসি বা নীতি আনার আশ্বাসও দিয়েছিল সরকার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
থুতু ছিটিয়ে ছোলা বিক্রি ! চাঞ্চল্যকর অভিযোগ হকারের বিরুদ্ধে, প্রতিবাদে উত্তাল হল শিমলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল