TRENDING:

২৫ বছর আগে হারান প্রথম স্বামীকে, একাকিত্ব থেকে মুক্তি দিতে ৫০ বছর বয়সি মায়ের বিয়ে দিলেন মেয়ে

Last Updated:

Inspiring Story: মেয়ের কথা ভেবে, তার মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে করেননি দেবারতির মা মৌসুমী চক্রবর্তী। মেয়ের কথা ভেবে একাকিত্ব ও নিঃসঙ্গতাকেই সঙ্গী করে নিয়েছিলেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলং : সব ব্যবস্থা করে, রীতি নীতি পালন করে, নিজে দাঁড়িয়ে থেকে মায়ের বিয়ে দিলেন মেয়ে। তাঁর এই নজিরবিহীন উদ্যোগ এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে। শিলঙের মেয়ে দেবারতি রিয়া চক্রবর্তীর কীর্তিতে মুগ্ধ নেটিজেনরা। ইনস্টাগ্রামে তিনি আছেন দেব আরতি রিয়া চক্রবর্তী নামে। শেয়ার করেছেন বিয়ের প্রস্তুতি ও বিয়ের ভিডিও নিয়ে তৈরি রিল।
বিয়ের কনের সাজেও মাকে যে দারুণ দেখতে লেগেছে, সে কথাও জানাতে ভোলেননি দেবারতি
বিয়ের কনের সাজেও মাকে যে দারুণ দেখতে লেগেছে, সে কথাও জানাতে ভোলেননি দেবারতি
advertisement

ক্যাপশনে দেবারতি লিখেছেন " আমি আমার জীবনে এরকম সাহসী ও আত্মবিশ্বাসী মহিলা আর দেখিনি। তুমি আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করো। আমি যা কিছু আজ হতে পেরেছি, সবই তোমার জন্য। তুমি এক অসাধারণ নারী এবং আমি তোমার জন্য শুধু ভালবাসা ও আনন্দ কামনা করতে পারি। আগামী জীবনের জন্য মাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।" বিয়ের কনের সাজেও মাকে যে দারুণ দেখতে লেগেছে, সে কথাও জানাতে ভোলেননি দেবারতি।

advertisement

আরও পড়ুন :  এই পরিবারের সদস্যরা রাঁধেন তেলেঙ্গানায়, স্নান করেন মহারাষ্ট্রে

চলতি বছর মার্চে মায়ের বিয়ে দেন দেবারতি। তাঁর শেয়ার করা ভিডিওতে ১৫ হাজারের বেশি ভিউজ এসেছে। পাশাপাশি এসেছে অগণিত ভিউজ এবং লাইক ও মন্তব্য। নেটিজেনরা সাধুবাদ জানিয়েছেন তাঁর উদ্যোগকে। দেবারতির যখন বয়স মাত্র দু বছর, তখন তাঁর বাবা মারা যান। তিনি ছিলেন শিলঙের ডাক্তার। মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে তাঁর মৃত্যু হয়। অকালবৈধব্যের শিকার হয়েও মেয়ের কথা ভেবে, তার মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে করেননি দেবারতির মা মৌসুমী চক্রবর্তী। মেয়ের কথা ভেবে একাকিত্ব ও নিঃসঙ্গতাকেই সঙ্গী করে নিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দেবারতি এখন কর্মসূত্রে মুম্বইবাসী। তিনি মায়ের একাকিত্ব অনুভব করতে পেরে সিদ্ধান্ত নেন আবার বিয়ে দেবেন মায়ের। তাঁর ইচ্ছে পূর্ণ হতে সময় লাগেনি বেশি। কারণ পারিবারিক সূত্রেই তিনি জানতে পারেন তাঁর মাকে একজন পছন্দ করেন। তার পরই আর দেরি করেননি দেবারতি। মায়ের সম্মতি পেতেই বিয়ের আয়োজন করেন। বিয়ের তত্ত্ব সাজানো, গায়ে হলুদ থেকে শুরু করে মালাবদল এবং সিঁদুরদান-সবই হল রীতিনীতি মেনে। প্রথম স্বামীকে হারানোর ২৫ বছর পর শিলঙে দ্বিতীয় বার বিয়ের বন্ধনে বাঁধা পড়লেন মৌসুমী। মায়ের জীবনের গাঁটছড়া নতুন করে বেঁধে দিয়ে খুবই খুশি আজকের প্রজন্মের নতুন উড়ানে গা ভাসানো এই বঙ্গকন্যা ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
২৫ বছর আগে হারান প্রথম স্বামীকে, একাকিত্ব থেকে মুক্তি দিতে ৫০ বছর বয়সি মায়ের বিয়ে দিলেন মেয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল