Google-এ সবচেয়ে বেশি কী খুঁজেছে দেশবাসী? জানুন
জীবন এখন ডিজিটাল, যেকোনও প্রয়োজনেই এখন আমরা Google-এর স্মরণাপন্ন হই
জানেন কি ভারতে Google-এ সবচেয়ে বেশি অনুসন্ধান করা ব্যক্তিদের মধ্যে নেই কোনও সিনেমার তারকা!
কারা আছেন সেই তালিকায় জানলে চমকে যাবেন
তাই শেষ বেলায় গুগুল জানাল কোন কোন বিষয়ে সবচেয়ে বেশি খোঁজ চালিয়েছেন ভারতীয়রা
দক্ষিণী তারকা সামান্থার রোগ মায়োসাইটিস নিয়ে সার্চ করেছেন প্রচুর মানুষ
Google-এর 'What Is' সার্চ লিস্টে এক্কেবারে উপরে উঠে এসেছে মায়োসাইটিস
www.mywardrobe.com
Black dress
A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.
‘বিগ বস১৬’-এর আবদুর রোজিক এবং লক আপের অঞ্জলি অরোরা সার্চ লিস্টে সবার আগে
এর সঙ্গে সুস্মিতা সেন এবং ললিত মোদির প্রেম সম্পর্কেও খোঁজ নিয়েছেন প্রচুর মানুষ
সাধারন অনুসন্ধান বা ‘কমন সার্চের’ মধ্যে আছে বেশ কিছু জনপ্রিয় সিনেমা
‘ব্রহ্মাস্থ পার্ট১ শিবা’ এবং ‘কে জি এফ২’ সবচেয়ে বেশিবার সার্চ করা সিনেমা
কাশ্মির ফাইলস্, আর আর আর, পুষ্পা- এই সিনেমাগুলি নিয়েও সার্চ করেছেন প্রচুর মানুষ
যেসব নক্ষত্রদের আমরা হারিয়েফেলেছি তাঁদের নিয়েও সার্চ করেছেন প্রচুর মানুষ
সার্চ লিস্টে উঠে এসেছেন -লতা মঙ্গেশকর, সিদ্ধু মুসেওয়ালা, রানি এলিজাবেথ, বাপ্পি লাহিড়ি
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন