TRENDING:

দুবাইয়ে নথি বিভ্রাটে শিখর ধাওয়ান, বিমানবন্দরে হেনস্থা স্ত্রী-পুত্রকে ! রেগে আগুন ধাওয়ান

Last Updated:

তিক্ত অভিজ্ঞতা নিয়েই দক্ষিণ আফ্রিকা পৌঁছলেন শিখর ধাওয়ান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কেপটাউন:  তিক্ত অভিজ্ঞতা নিয়েই দক্ষিণ আফ্রিকা পৌঁছলেন শিখর ধাওয়ান। ঘটনার সূত্রপাত দুবাইয়ে। মুম্বই থেকে দুবাই হয়ে কেপটাউন পৌঁছনোর কথা ছিল ভারতীয় দলের। কিন্তু দুবাই বিমানবন্দরে ভারতীয় ওপেনারের স্ত্রী আয়েষা এবং ছেলেকে আটকে দেয় কর্তৃপক্ষ। তাদের যুক্তি ছিল পর্যাপ্ত নথি নেই। পরে ছেলের বার্থ সার্টিফিকেট আনিয়ে তবে রওনা দেন ধাওয়ানের স্ত্রী এবং পুত্র।
advertisement

গোটা ঘটনায় চরম বিরক্ত শিখর টুইটারে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এয়ারলাইন্স সংস্থার বিরুদ্ধে। তাঁর দাবি, বাচ্চার বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক এটা মুম্বই থেকে রওনা দেওয়ার আগে জানানোই হয়নি।

এদিকে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের দল ঘোষণা করল প্রোটিয়ারা। জিম্বাবোয়ের সঙ্গে টেস্টে বিশ্রাম নিলেও নেতৃত্বে ফিরছেন ডুপ্লেসি। বছরখানেক পরে টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটছে ডেল স্টেইনের। এছাড়াও দলে আছেন এবিডি, আমলা, ডে’কক, এলগার, মর্কেল, ক্রিস মরিসের মত তারকারা। নিউল্যান্ডসে প্রথম টেস্ট শুরু আগামী ৫ জানুয়ারি থেকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
দুবাইয়ে নথি বিভ্রাটে শিখর ধাওয়ান, বিমানবন্দরে হেনস্থা স্ত্রী-পুত্রকে ! রেগে আগুন ধাওয়ান