দিল্লি পুরসভায় মেয়র পদে ভোটাভুটির দিন চূড়ান্ত ছিল বুধবার অর্থাৎ ২৬ এপ্রিল। কিন্তু গেরুয়া শিবির শেষ বেলায় মত বদলানোয় পরিস্থিতি নির্বিঘ্নে আম আদমি পার্টির পক্ষে গেল। নিয়ম মাফিক প্রতি আর্থিক বছরে দিল্লিতে ফের মেয়র পদে নির্বাচন হওয়ার কথা।
রাজনৈতিক মহলের ধারণা, গত বছরের ফেব্রুয়ারিতে মেয়র পদে নির্বাচনের সময় দিল্লি পুরসভায় যে প্রবল গণ্ডগোল হয়েছিল তার আর পুনরাবৃত্তি চাইছে না কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি-র শীর্ষ নেতৃত্ব।
advertisement
গত বছর দিল্লির পুরভোটে দীর্ঘদিন ক্ষমতাসীন বিজেপি-কে হারিয়ে প্রথমবার ক্ষমতায় আসে আম আদমি পার্টি। কিন্ত ভোটের ফল বের হওয়ার পর বিজেপি মেয়র পদে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় যথেষ্ট জল্পনা তৈরি হয়েছিল অভিজ্ঞমহলে।
আরও পড়ুন : US President Joe Biden: ফের আমেরিকায় প্রেসিডেন্ট পদে প্রার্থী হচ্ছেন, ঘোষণা করলেন জো বাইডেন
যদিও ফল মোটেই গেরুয়া শিবিরের পক্ষে যায়নি। মেয়র পদে নির্বাচনের দিন নজিরবিহীন হাতাহাতি হয় আপ এবং বিজেপি-র কাউন্সিলারদের মধ্যে। মেয়র পদে ভোটের ফল প্রকাশ হলে দেখা যায় শিলা ওবেরয় পেয়েছিলেন ১৫০টি ভোট। আর বিজেপির প্রার্থী রেখা গুপ্ত ১১৬টি ভোট পেয়ে লড়াইয়ে ইতি টেনেছিলেন।
আরও পড়ুন : Don Atiq Ahmed: আতিকের মাফিয়ারাজ নিয়ে আতঙ্কের কথা শোনালেন প্রয়াগরাজের বাসিন্দা রামকলি
২০২৩ সালে মেয়র পদে পুনর্নির্বাচনে অবশ্য আর রেখা গুপ্তকে প্রার্থী করেনি বিজেপি। এবার রেখা গুপ্তর বদলে শিখা রাইকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় গেরুয়া শিবির। কিন্তু মুখ বদলেও খুব একটা সুবিধা হবে না বুঝেই বুধবার অর্থাৎ নির্বাচনের দিন শেষ বেলায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন নিয়ে প্রার্থী প্রত্যাহার করে বিজেপি।
কেজরিওয়ালের দলের কাছে পরাজয় নিশ্চিত বুঝে রণে ভঙ্গ দিল গেরুয়া শিবির, মনে করছে রাজনৈতিক মহল।