শিনা নিখোঁজ হওয়ার পর তার অফিসে ক্যুরিয়ারের মাধ্যমে একটি চিঠি পাঠানো হয়েছিল ৷ কোনওরকম সন্দেহ এড়াতেই শিনার সই করা ওই চিঠিটি পাঠিয়েছিলেন ইন্দ্রাণী ৷ কাজল এদিন জানান, শিনার অফিস থেকে যাতে কোনও খোঁজখবর না নেওয়া হয় তার জন্য ওই চিঠিতে জাল সই করার কথা বলেছিলেন ইন্দ্রাণী ৷ তবে এখানেই শেষ নয় ৷ শিনা খুনে অভিযুক্ত গাড়ির চালক শ্যাম রাইয়ের একটি স্কাইপ অ্যাকাউন্টও খুলতে বলা হয়েছিল শর্মাকে ৷ তিনি বলেন, খুনের ব্যাপারে শ্যাম রাইয়ের সঙ্গে বিস্তারিত আলোচনা করার জন্য ইন্দ্রাণী তাঁকে এমনটা করতে বলেছিলেন ৷
advertisement
শিনা হত্যা মামলায়, কাজল শর্মার পর এবার মুখ খুললেন পিটার মুখোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী শবনাম সিং-ও ৷ শবনম জানান, তাঁর ছেলে রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি থানায় গিয়েছিলেন FIR দায়ের করতে ৷ কিন্তু পুলিশ কোনওপ্রকার অভিযোগ নিতেই অস্বীকার করেছিল ৷