TRENDING:

‘শিনার নামে জাল সই করতে বলা হয়েছিল’: ইন্দ্রাণীর সহকারি

Last Updated:

শিনা হত্যা মামলা প্রতিদিনই উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য ৷ ইন্দ্রাণীর বিরুদ্ধে এবার নতুন অভিযোগ এনেছে তারই সহকারী কাজল শর্মা ৷ ইন্দ্রাণী নাকি তাঁকে শিনার নামে দুটি জাল ই-মেল অ্যাকাউন্ট খুলতে বলেছিলেন ৷ তবে শুধু জাল অ্যাকাউন্টই নয়, শিনার সইও নকল করতে বলা হয়েছিল তাঁকে, বলে জানিয়েছেন কাজল ৷ ইন্দ্রাণীর সহকারীর এই বিবৃতি হাই প্রোফাইল শিনা হত্যা মামলার জট খুলতে সাহায্য করবে বলেই অনুমান করা হচ্ছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  শিনা হত্যা মামলায় প্রতিদিনই উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য ৷ ইন্দ্রাণীর বিরুদ্ধে এবার নতুন অভিযোগ এনেছে তারই সহকারী কাজল শর্মা ৷  ইন্দ্রাণী নাকি তাঁকে শিনার নামে দুটি জাল ই-মেল অ্যাকাউন্ট খুলতে বলেছিলেন ৷ তবে শুধু জাল অ্যাকাউন্টই নয়, শিনার সইও নকল করতে বলা হয়েছিল তাঁকে, বলে জানিয়েছেন কাজল ৷ ইন্দ্রাণীর সহকারীর এই বিবৃতি হাই প্রোফাইল শিনা হত্যা মামলার জট খুলতে সাহায্য করবে বলেই অনুমান করা হচ্ছে ৷
advertisement

শিনা নিখোঁজ হওয়ার পর তার অফিসে ক্যুরিয়ারের মাধ্যমে একটি চিঠি পাঠানো হয়েছিল ৷ কোনওরকম সন্দেহ এড়াতেই শিনার সই করা ওই চিঠিটি পাঠিয়েছিলেন ইন্দ্রাণী ৷ কাজল এদিন জানান, শিনার অফিস থেকে যাতে কোনও খোঁজখবর না নেওয়া হয় তার জন্য ওই চিঠিতে জাল সই করার কথা বলেছিলেন ইন্দ্রাণী ৷ তবে এখানেই শেষ নয় ৷ শিনা খুনে অভিযুক্ত গাড়ির চালক শ্যাম রাইয়ের একটি স্কাইপ অ্যাকাউন্টও খুলতে বলা হয়েছিল শর্মাকে ৷ তিনি বলেন, খুনের ব্যাপারে শ্যাম রাইয়ের সঙ্গে বিস্তারিত আলোচনা করার জন্য ইন্দ্রাণী তাঁকে এমনটা করতে বলেছিলেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জগদ্ধাত্রীর আরাধনার মেতে উঠবে কান্দির পাল বাড়ি, চলছে ২০০ বছর ধরে! প্রস্তুতি তুঙ্গে
আরও দেখুন

শিনা হত্যা মামলায়, কাজল শর্মার পর এবার মুখ খুললেন পিটার মুখোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী শবনাম সিং-ও ৷ শবনম জানান, তাঁর ছেলে রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি থানায় গিয়েছিলেন FIR দায়ের করতে ৷ কিন্তু পুলিশ কোনওপ্রকার অভিযোগ নিতেই অস্বীকার করেছিল ৷

বাংলা খবর/ খবর/দেশ/
‘শিনার নামে জাল সই করতে বলা হয়েছিল’: ইন্দ্রাণীর সহকারি