TRENDING:

Sheena Bora Murder Case| শিনা বোরা খুন মামলায় জামিন পেলেন পিটার

Last Updated:

আদালত এ দিন জানান, শিনা বোরা হত্যায় প্রাথমিক ভাবে পিটারের জড়িত থাকার কোনও প্রমাণ মেলেনি৷ তবে সিবিআই-এর অনুরোধে হাইকোর্ট আপাতত ৬ সপ্তাহের জন্য নির্দেশে স্থগিত রাখছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শিনা বোরা হত্যা মামলায় জামিন পেলেন প্রাক্তন মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়৷ বৃহস্পতিবার তার জামিন মঞ্জুর করল বম্বে হাইকোর্ট৷ ৪ বছর আগে শিনা বোরা খুনের ঘটনা সামনে আসার পরে গ্রেফতার করা হয় পিটার মুখোপাধ্যায় ও তার স্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে৷ ২ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হয় পিটারের৷
advertisement

আদালত এ দিন জানান, শিনা বোরা হত্যায় প্রাথমিক ভাবে পিটারের জড়িত থাকার কোনও প্রমাণ মেলেনি৷ তবে সিবিআই-এর অনুরোধে হাইকোর্ট আপাতত ৬ সপ্তাহের জন্য নির্দেশে স্থগিত রাখছে৷ কারণ, সিবিআই এই নির্দেশের বিরুদ্ধে মামলা করতে পারে৷

শিনা বোরা

২০১৫ সালের ১৯ নভেম্বর পিটার মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়৷ বিচারপতি বলেন, 'যখন ঘটনাটি ঘটেছিল, তখন পিটার ভারতে ছিল না৷ এই মামলার শুনানি চলছে৷ ৪ বছরের বেশি সময় ধরে জেলে রয়েছে পিটার৷ সম্প্রতি তার বাইপাস সার্জারি হয়েছে৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

তবে আদালত এও জানিয়েছে, জামিনে থাকা অবস্থায় মেয়ে বিধি, ছেলে রাহুল ও অন্যান্য সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করতে পারবে না পিটার৷ সিবিআই-এর বক্তব্য, পিটার, ইন্দ্রাণী ও ইন্দ্রাণীর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না মিলে শিনা বোরাকে হত্যা করে৷ ২০১২ সালের ২৪ এপ্রিল খুন করা হয় শিনা বোরাকে৷ ঘটনাটি প্রকাশ্যে আসে ২০১৫ সালে৷ ইন্দ্রাণীর ড্রাইভার শ্যাম রাই স্বীকার করে, শিনার দেহ খুন করে পোড়াতে সাহায্য করে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Sheena Bora Murder Case| শিনা বোরা খুন মামলায় জামিন পেলেন পিটার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল