TRENDING:

শিনাকে খুন করেছে পিটার, অভিযোগ ইন্দ্রাণীর

Last Updated:

শিনাকে খুন করেছে পিটার, অভিযোগ ইন্দ্রাণীর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #মুম্বই: শিনা বরা হত্যাকাণ্ডে নাটকীয় মোড়। তিনি নন, শিনাকে খুন করেছে পিটার মুখার্জী ও গাড়ির চালক শ্যাম রাই। এই দাবি করে জবানবন্দী দিতে চেয়ে সিবিআই আদালতের বিচারককে চিঠি ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের।
advertisement

টাকার লোভ আর উত্তরাধিকারের দৌড় থেকে শিনাকে সরিয়ে দিতেই খুনের পরিকল্পনা করেন পিটার। তাতে সামিল ছিল গাড়ির চালক শ্যাম রাই। চিঠিতে দাবি ইন্দ্রাণীর। তাঁর আবেদন, এই অভিযোগের ভিত্তিতেই জবাববন্দী দেওয়ার অনুমতি দিন বিচারক।

এতদিন পর স্বামী পিটারের বিরুদ্ধে অভিযোগ কেন? সে প্রশ্ন উঠবে জেনেই সতর্ক ইন্দ্রাণী। তাঁর দাবি,পিটারের পাতা ফাঁদে পা দিয়েছিলেন তিনি। পিটারের গত ৩-৪ বছরের কল রেকর্ডস ঘাঁটলেই তা স্পষ্ট হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ইন্দ্রাণীর দাবি নিয়ে নতুন করে ধন্দে তদন্তকারীরা। তদন্ত বিপথে চালিত করতেই এই কৌশল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

বাংলা খবর/ খবর/দেশ/
শিনাকে খুন করেছে পিটার, অভিযোগ ইন্দ্রাণীর