যদিও প্রথম পর্যায়ে দুটি রুটে পরীক্ষামূলক ভাবে এটি কার্যকর করা হবে। আজমেঢ়–জয়পুর এবং বেঙ্গালুরু–চেন্নাই এই দুটি রুটে শতাব্দী এক্সপ্রেসের ভাড়া কমানো হবে। তারপর ধীরে ধীরে বাকি ২৩টি রুটে তা কার্যকর করা হবে বলে পিটিআইকে জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। রেলের এই সিদ্ধান্তের জেরে শতাব্দী এক্সপ্রেসে ৬৩ শতাংশ যাত্রী বাড়বে। তাতে আয় বাড়বে রেলেরও।
advertisement
আরও পড়ুন: ‘আমি নরেন্দ্র মোদি, আমিই আমেরিকায় তথ্য পাচার করছি’, টুইটে তোপ রাহুলের
তার মধ্যে পাইলট প্রজেক্ট ইতিমধ্যেই সম্পূর্ণ ৷ আর এতে দেখা গিয়েছে রেলের আয় প্রায় ১৭ শতাংশ বেড়েছে ৷ যাত্রীদের রেল টিকিট বুকিং বেড়েছ ৬৩ শতাংশ ৷ কয়েকদিন আগেই ফ্লেক্সি ফেয়ার সার্ভিস চালু করেছে রেল। তাতে চাহিদা অনুযায়ী ওঠা নামা করবে রেলের ভাড়া। তাতে রেলের অনেক লাভ হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। শতাব্দীর ভাড়া কমানোয় রেলের কতটা লাভ হচ্ছে সেটা দেখার পর ধীরে ধীরে রাজধানী এবং দুরন্ত এক্সপ্রেসের ভাড়াও কমানো হতে পারে বলে সূত্রের খবর ৷ এই মুহূর্তে গোটা দেশে ৪৫টি শতাব্দী এক্সপ্রেস চালু রয়েছে ৷