TRENDING:

Sharad Pawar hospitalised: পেটে প্রচন্ড ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার, হবে অস্ত্রোপচার

Last Updated:

বুধবার তাঁর অস্ত্রোপচার হবে বলে জানানো হয়েছে৷ আপাতত তাঁর সব কর্মসূচী বন্ধ থাকবে বলে জানা গিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অসুস্থ এনসিপি প্রধান শরদ পাওয়ার৷ রবিবার সন্ধেবেলা পেটে ব্যথা অনুভব করায় তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়৷ পাওয়ারের অসুস্থ হওয়ার খবরটি সোমরার জানিয়েছেন এনসিপি পার্টির নেতা নওয়াব মালিক৷
advertisement

তিনি জানিয়েছেন যে, "আমাদের দলনেতা শরদ পাওয়ার সাহেব গতকাল সন্ধেবেলা পেটে অস্বস্তি অনুভব করেন৷ তড়িঘড়ি তাঁকে ব্রিচক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে প্রথমিক চিকিৎসার পর জানা গিয়েছে তাঁর গলব্লাডারে সমস্যা রয়েছে"৷ ট্যুইটে জানান নওয়াব মালিক৷ বুধবার তাঁর অস্ত্রোপচার হবে বলে জানানো হয়েছে৷ আপাতত তাঁর সব কর্মসূচী বন্ধ থাকবে বলে জানা গিয়েছে৷

advertisement

শরীরের সঠিকভাবে রক্ত চলাচল করা এবং রক্ত জমাট না বাঁধার জন্য (Blood Thinning Medication) নিয়মিত ওষুধ খেতে হয় শরদ পাওয়ারকে৷ তবে এখন এই সংক্রান্ত সব ওষুধ ও চিকিৎসা পদ্ধতি বন্ধ থাকবে তাঁর৷ ৩১ মার্চ ২০২১ তাঁকে হাসপাতালে পুনরায় ভর্তি করা হবে৷ এন্ডোস্কপি হবে, তারপর অস্ত্রোপচার হবে৷ তাঁর পরবর্তী সব কর্মসূচী আপাতত বাতিল করা হয়েছে৷ জানান মালিক৷

advertisement

advertisement

আহমেদাবাদে অমিত শাহের সঙ্গে শরদ পাওয়ারের এক বৈঠক রয়েছে, এমন জল্পনা চলছিল৷ যদিও কোনও পক্ষই এই বিষয় নিয়ে স্পষ্ট বক্তব্য রাখেনি৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেমন জানিয়ে দেন যে, সব কিছু খুলে বলা সম্ভব নয়৷ তেমন এনসিপির পক্ষ থেকে বৈঠকের জল্পনা উড়িয়ে দেওয়া হয়৷ জানানো হয় যে এমন কোনও সম্ভাবনাই নেই৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গণেশের চায়ের দোকানে উপচে পড়া ভিড়, এখানে চায়ের সঙ্গে ‘টা’ ফ্রি, আড্ডা মারার অভিনব সঙ্গী
আরও দেখুন

অন্যদিকে তৃণমূলের হয়ে বাংলায় প্রচারে আসার কথা ছিল শরদের৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দীর্ঘ বন্ধুত্ব৷ সেই সুবাদেই মমতার হয়ে প্রচারে আসার কথা ছিল শরদে৷ আগামী ১ এপ্রিল রাজ্যে পা রাখার কথা ছিল শরদ পাওয়ারের। দু’দিন ব্যাপি সেই প্রচার চলত বলে খবর৷ এই ৭২ ঘন্টার বেশির ভাগটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে সময় দেওয়ার কথা ছিল বর্ষীয়ান এই রাজনীতিবিদ। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে এখন তিনি কোনও কর্মসূচীতেই থাকতে পারবেন না৷

বাংলা খবর/ খবর/দেশ/
Sharad Pawar hospitalised: পেটে প্রচন্ড ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার, হবে অস্ত্রোপচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল