TRENDING:

Price Rise: সানসিল্ক শ্যাম্পু থেকে লাক্স সাবান, একধাক্কায় ১৫% দাম বাড়াল সংস্থা

Last Updated:

স্কিন কেয়ার ও পরিষ্কার করার সাবানে মোটের উপর ৩-২০ শতাংশের মতো দাম বাড়ানো হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সাবান থেকে শ্যাম্পু, একধাক্কায় তাদের বিভিন্ন পণ্যের ১৫ শতাংশ দাম বাড়িয়ে দিল হিন্দুস্থান ইউনিলিভার লিমিটেড(Hindustan Unilever Ltd)৷ সূত্রের খবর, সানসিল্ক শ্যাম্পুর(Sunsilk Shampoo) দাম বাড়ছে ৮-থেকে ১০ টাকা, ক্লিনিক প্লাস(Clinic plus) শ্যাম্পুর ১০০ মিলির বোতলের দাম বাড়ছে ১৫ শতাংশ৷
এপ্রিল মাস থেকে দাম বাড়িয়েছে সংস্থা
এপ্রিল মাস থেকে দাম বাড়িয়েছে সংস্থা
advertisement

একটি পিয়ার্স (Pears) সাবন (১২৫ গ্রাম) -এর দাম বেড়েছে ২.৪ শতাংশ, একই সঙ্গে মাল্টিপ্যাকের দাম বেড়েছে প্রায় ৩.৭ শতাংশ৷ লাক্স (Lux Soap) সাবানের দাম প্রায় ৯ টাকা বাড়ানো হয়েছে৷ গ্লো অ্যান্ড লাভলির (glow and lovely) দাম বেড়েছে ৬-৮ শতাংশ৷ পন্ডস (Pond's Powder) পাউডারের দাম বাড়ানো হয়েছে ৫-৭ শতাংশ৷ স্কিন কেয়ার ও পরিষ্কার করার সাবানে(detergent) মোটের উপর ৩-২০ শতাংশের মতো দাম বাড়ানো হয়েছে৷

advertisement

আরও পড়ুন Knowledge News: মানুষের প্রস্রাবেই কি রয়েছে বিশ্ব বাঁচানোর চাবিকাঠি? জানুন বিস্তারিত...

দাম বাড়ার ফলে ক্রেতাদের মধ্যে কিছুটা চাঞ্চল্য ছড়িয়েছে৷ বিক্রি কম হচ্ছে৷ জানিয়েছেন হিন্দুস্থান মোটর্সের সিইও সঞ্জিব মেহতা৷ দাম আবার কিছুটা কমলে এই সমস্যার সমাধান হবে৷ দাম কমানোর ব্যবস্থা করা হবে৷ কারণ সংস্থার শেষ অবলম্বন হিসেবে জিনিসের মূল্যবৃদ্ধি করা হয়, জানিয়েছেন সঞ্জিব মেহতা৷

advertisement

একদিকে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ, অন্যদিকে ইন্দোনেশিয়া থেকে পাম তেলের আমদানি বন্ধের ফলে প্রসাধনী জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে৷ যদিও এই সমস্যার দ্রুত সমাধান হবে বলে মত বিশেষজ্ঞদের৷

আরও পড়ুন Shigella infection: কেরলে শিগেলায় আক্রান্ত ছাত্রীর মৃত্যু, কী এই শিগেলা? কতখানি ভয়ঙ্কর এই ব্যাকটেরিয়া?

বিশ্বব্যাপী পাম তেলের অন্যতম আমদানি হয় ভারতে৷ প্রতি বছর প্রায় সাড়ে ১৩ কোটি টন তেল আমদানি হয় দেশে, যার মধ্যে সাড়ে ৮ কোটি পাম তেল৷ যার মধ্যে ৪৫ শতাংশ আসে ইন্দোনেশিয়া থেকে৷ বাকি আসে মালেশিয়া থেকে৷

advertisement

ইন্দোনেশিয়ার রপ্তানি নিষেধাজ্ঞার ফলে ধীরে ধীরে পাম তেলের দাম বাড়বে মনে করছেন হিন্দুস্থান ইউনিলিভার লিমিটেডের সিইও৷ এছাড়া বিভিন্ন সাবান-শ্যাম্পু তৈরিতেও ব্যবহার করা হয় পাম তেল৷ ফলে সেই সব প্রসাধনীর দামও বাড়বে৷ দেশের বেড়ে চলা মুদ্রাস্ফীতি হ্রাস টানতে বুধবার রেপো রেটের পরিবর্তনের ঘোষণা করা হয়৷ এখন দেখার এর প্রভাব কতটা পড়ে সাধারণ জীবনে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Price Rise: সানসিল্ক শ্যাম্পু থেকে লাক্স সাবান, একধাক্কায় ১৫% দাম বাড়াল সংস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল