কারণ ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, একটি স্ট্রেচারে শুয়ে রয়েছেন এক ব্যক্তি এবং তার পা টিপে দিচ্ছেন খাঁকি উর্দিধারী এক পুলিশকর্মী।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলীতে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, একটি মেডিক্যাল ক্যাম্পে একজন কানওয়ার যাত্রীর পদসেবা করছেন শামলীর পুলিশ সুপার অজয় কুমার। তবে এখানেই শেষ নয়, কানওয়ার যাত্রীদের খাদ্য ও পানীয়ও প্রদান করেছেন। কিন্তু পুলিশকে এই ভুমিকায় দেখে উঠছে প্রশ্ন। অনেকেরই দাবি একজন পুলিশ হয়ে তিনি কী করে একজন ব্যক্তির পা টিপে দেওয়ার মতো কাজ করতে পারেন।
advertisement
কিন্তু যাবতীয় কটাক্ষকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন শামলীর পুলিশ সুপার অজয় কুমার। তিনি জানান, তাঁর মতো সকল পুলিশকর্মীই আহত তীর্থযাত্রীদের পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার লক্ষ্যে সর্বদা প্রস্তুত। সেই সঙ্গে পর্যাপ্ত অ্যাম্বুল্যান্স পরিষেবারও ব্যবস্থা করা হয়েছে। যাতে আহতদের শীঘ্রই হাসপাতালে নিয়ে যাওয়া যায়।