এসএফআই-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইজরায়েলি সরকার বর্তমানে ফিলিস্তিনে একটি পরিকল্পিত ও নির্মম গণহত্যা চালাচ্ছে। হাজার হাজার শিশু এবং নিরীহ সাধারণ মানুষ সেখানে নিহত হয়েছে। এমন এক রাষ্ট্রের প্রতিনিধিকে ভারতে স্বাগত জানানো এবং তার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় বলে দাবি করা হয়েছে সৃজন ভট্টাচার্য সহ অন্যান্য এসএফআই নেতৃত্বের তরফে।
advertisement
বিজেপি সরকারের এই পদক্ষেপকে ‘জাতীয় মর্যাদার পরিপন্থী’ বলে আখ্যা দিয়েছে এসএফআই। তাদের মতে, ভারত যদি সত্যিই মানবাধিকার, ন্যায় এবং শান্তির পক্ষপাতী দেশ হয়ে থাকে, তবে এই সফর বাতিল করা উচিত। এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে ভারতের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়বে বলে জানানো হয়েছে এসএফআইয়ের তরফে।
আরও পড়ুনঃ কেন জার্সি নম্বর ৭৭? প্রিয় তিনটি জিনিস থেকে প্রিয় বন্ধু, জন্মদিনে অজানা সব তথ্য জানালেন গিল
এই প্রেক্ষিতে এসএফআই ৯ ও ১০ সেপ্টেম্বর দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। “বেজালেল স্মোটরিচ গো ব্যাক” স্লোগানে সমস্ত ইউনিটে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করার আহ্বান জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জনগণকেও এই প্রতিবাদে সামিল হওয়ার আবেদন জানানো হয়েছে।