TRENDING:

Sevoke-Rangpo rail: সেবক-রংপো রেল প্রকল্পে নতুন সাফল্য! ১৪ নং টানেলের কংক্রিট লাইনিংয়ের কাজ সম্পূর্ণ

Last Updated:

Sevoke-Rangpo rail: খুব শীঘ্রই এই টানেলের মাধ্যমে ট্র্যাক লিংকিং-এর কাজের পরবর্তী কার্যক্রম শুরু হবে। টানেল নং. টি-১৪-এর ঠিক পরেই অবস্থিত রংপো স্টেশন নির্মাণেরও কাজ চলছে এবং এটি সম্পূর্ণ হওয়ার পর সিকিমের জন্য বাণিজ্য ও পর্যটন কেন্দ্র হয়ে উঠবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
১৫ মে, ২০২৩ তারিখে সেবক-রংপো রেল প্রকল্প (এসআরআরপি)-এর টানেল নং. টি-১৪-তে ফাইনাল কংক্রিট লাইনিং সম্পূর্ণ করে আরও এক সাফল্য অর্জন। গত বছরে এই টানেল বিরাট সাফল্য অর্জন করেছিল এবং ফাইনাল কংক্রিট লাইনিং সম্পূর্ণ করা আসলে এই প্রকল্পের সঙ্গে জড়িত ইঞ্জিনিয়ারদের কৃতিত্ব।
সেবক-রংপো রেল প্রকল্প
সেবক-রংপো রেল প্রকল্প
advertisement

২০২৩-এর মার্চ মাসে মাননীয় রেলওয়ে, যোগাযোগ, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবও এই টানেল পরিদর্শন করেন এবং কাজের প্রশংসা করেন। অবশেষে ফাইনাল কংক্রিট লাইনিং সম্পূর্ণ হওয়ার শুভ উপলক্ষ এই প্রকল্পের ইতিহাসে একটি উল্লেখযোগ্য পরিনাম হিসেবে চিহ্নিত হল।

আরও পড়ুন: গ্রাহক সংযোগ উন্নত করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন উদ্যোগ

advertisement

এই টানেলটি সিকিমে রেলওয়ে নেটওয়ার্কের প্রবেশদ্বার। টানেলটি প্রায় ১৯৭৭ মিটার লম্বা এবং এটি সিকিমের পাকইয়ং জেলার সাব-ডিভিশন রংপোতে অবস্থিত। প্রকল্পটির ১৪টি টানেলের মধ্যে এই টানেলটি ফাইনাল কংক্রিট লাইনিং সম্পূর্ণ হওয়া প্রথম টানেলের কৃতিত্ব অর্জন করেছে। টানেলটি পূর্ব সিকিম অঞ্চলের কুমরেক ও খানিখলার মধ্যে অবস্থিত এবং নিম্ন হিমালয়ের প্রত্যাহ্বানমূলক ভূ-তাত্ত্বিক অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে।

advertisement

এই প্রকল্পে উচ্চ অভিজ্ঞতা সম্পন্ন বিদেশি ইঞ্জিনিয়ারদের পাশাপাশি ভারতের সু-অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে প্রত্যাহ্বানমূলক ও দুর্বল গ্রাউন্ডমাসের মাধ্যমে টানেল সম্পূর্ণ করার জন্য নিউ অস্ট্রিয়ান টানেলিং মেথড (এনএটিএম) গ্রহণ করা হয়েছে। খুব শীঘ্রই এই টানেলের মাধ্যমে ট্র্যাক লিংকিং-এর কাজের পরবর্তী কার্যক্রম শুরু হবে। টানেল নং. টি-১৪-এর ঠিক পরেই অবস্থিত রংপো স্টেশন নির্মাণেরও কাজ চলছে এবং এটি সম্পূর্ণ হওয়ার পর সিকিমের জন্য বাণিজ্য ও পর্যটন কেন্দ্র হয়ে উঠবে। এই রেলওয়ে প্রকল্প রাজ্যটির আর্থ-সামাজিক স্থিতির মান বৃদ্ধি করবে।

advertisement

আরও পড়ুন: পণ্য লোডিং-এর ক্ষেত্রে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে স্থির অগ্রগতি বজায় রেখেছে

সেবক থেকে রংপো পর্যন্ত এই নতুন রেল সংযোগী প্রকল্পটি প্রায় ৪৫ কিমি লম্বা এবং ১৪টি টানেল, ২২টি ব্রিজ ও পশ্চিমবঙ্গের তিস্তা বাজারে একটি আন্ডারগ্রাউন্ড স্টেশন-সহ ৫টি স্টেশন অন্তর্ভুক্ত করা হয়েছে। সমগ্র প্রকল্পটির প্রায় ৩৮ কিমি বিন্যাস টানেলের মাধ্যমে অতিক্রম হয়েছে, ইতিমধ্যে টানেল নির্মাণের প্রায় ৭৬ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। ৬টি টানেলের খনন কার্য ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং আরও কতগুলি খননের কাজ শেষ হওয়ার পথে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

অন্যান্য টানেলের ফাইনাল কংক্রিট লাইনিং-এর কাজও শুরু হয়েছে। ২০২৪-এর ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ করার লক্ষ্যে বর্তমানে টানেল, ব্রিজ ও স্টেশন নির্মাণ সম্পর্কিত সমস্ত কার্যকলাপ যুদ্ধকালীন পরিস্থিতিতে চালানো হচ্ছে। এটি ভারতের অন্যতম একটি মর্যাদাপূর্ণ নির্মীয়মাণ জাতীয় প্রকল্প এবং প্রকল্পটি সম্পূর্ণ হয়ে গেলে প্রথমবারের জন্য সিকিম রেলওয়ের মাধ্যমে সংযুক্ত হয়ে যাবে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Sevoke-Rangpo rail: সেবক-রংপো রেল প্রকল্পে নতুন সাফল্য! ১৪ নং টানেলের কংক্রিট লাইনিংয়ের কাজ সম্পূর্ণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল