কুয়েতের ঘটনায় উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বাংলার শ্রমিকদের খোঁজ নিতে নির্দেশ দিয়েছেন। বিদেশ মন্ত্রক, মুখ্যসচিব এবং রেসিডেন্ট কমিশনারকে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন তিনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শোকবার্তা জ্ঞাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: কুয়েতের বহুতলে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৯, নিহতদের মধ্যে ৪০ জন ভারতীয়
advertisement
গতকাল, বুধবার কুয়েতের মনগফ এলাকায় একটি বহুতলে আগুন লাগে। সেই বহুতলে বসবাস করতেন প্রায় ১৬০ জন শ্রমিক। প্রথমে বহুতলটির একটি রান্নাঘরে আগুন লাগে, পরে তা গোটা বহুতলে ছড়িয়ে পড়ে। কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনার জন্য তিনি নির্মাণ ব্যবসায়ীদের লোভকেই দায়ী করেছেন।
ভস্মীভূত বহুতলেই ছিল ভারতীয় লেবার ক্যাম্প। সেখানে ভারতীয় মৃতের সংখ্যা ৪০। ৫০ জন আরও আহত। ৪০ জনের মধ্যে বাঙালিরা কতজন ছিলেন, সে বিষয়ে এখনই কোনও নিশ্চিত তথ্য আসেনি।