TRENDING:

জম্মু সীমান্তে হামলা, ১ জঙ্গি সহ ৭ পাক রেঞ্জার নিহত

Last Updated:

ফের সীমান্তে ভারত-পাক সংঘর্ষে ৷ শুক্রবার জম্মু-কাশ্মীরের কাথুয়া সীমান্ত অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: ফের সীমান্তে ভারত-পাক সংঘর্ষে ৷ শুক্রবার জম্মু-কাশ্মীরের কাথুয়া সীমান্ত অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান ৷ কাথুয়া সীমান্তে কোনও প্ররোচনা ছাড়াই নিয়ন্ত্রণরেখার ওপার থেকে গুলি বর্ষণ শুরু করে পাক সেনারা ৷ পাল্টা জবাব দেয় বিএসএফ ৷ গুলি বিনিময়ে জখম হয়েছেন ১ বিএসএফ জওয়ান ৷ নিহত হয়েছে ১ জঙ্গি সহ ৭ পাক রেঞ্জার নিহত ৷
advertisement

BSF-এর তরফে জানানো হয়েছে এদিন সকাল সাড়ে নটা নাগাদ জম্মু-কাশ্মীরের হীরানগর সেক্টরে ভারতীয় চৌকির উপরে গুলি বর্ষণ শুরু করে পাকিস্তান ৷ স্নাইপার আক্রমণ চালায় তারা।

তবে সার্জিক্যাল স্ট্রাইকের মতো এই কথা মানতে অস্বীকার করেছে পাকিস্তান ৷ তারা জানিয়েছে বিএসএফের সঙ্গে গুলি লড়াইয়ে তাদের কারোর কোনও প্রাণহানি হয়নি।

এদিন সকালে ওই এলাকাতেই পাক রেঞ্জারদের স্নাইপার হামলায় গুরুতর আহত হয়ে পড়েন গুরনাম সিং নামে একজন কনস্টেবল ৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে জম্মুর সরকারি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

advertisement

এর আগে  জম্মু-কাশ্মীরের কাথুয়া জেলার অন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা চালায় ৬ জঙ্গি ৷ কিন্তু BSF-র তৎপরতায় তার বানচাল হয়ে যায় ৷ বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে বিএসএফের এক শীর্ষ আধিকারিক ৷

সূত্রের খবর, চার থেকে ছ’জন জঙ্গি রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ অনুপ্রবেশের চেষ্টা চালায় ৷ সেই সময় তারা একটি পেট্রোলিং ভ্যানের উপরেও হামলা চালায় ৷ জবাবে পাল্টা গুলি চালায় বিএসএফ ৷ প্রায় ২০ মিনিট ধরে দু’পক্ষের মধ্যে চলে গুলির লড়াই ৷ ঘটনায় এক জঙ্গি জখম হয় যায় ৷ বিএসএফের তরফে জানানো হয়েছে যে তারা দেখতে পায় বাকি জঙ্গিরা একজনের দেহ নিয়ে চলে যাচ্ছে ৷

advertisement

গত মাসের ২৮ তারিখ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল অ্যাটাক চালায় ভারত ৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি, লঞ্চ প্যাড ৷ ভারতীয় সেনার হাতে নিকেশ বহু জঙ্গি ৷  এরপর থেকেই সীমান্তের ওপার থেকে হামলার ঘটনা বেড়েই চলেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পাক জঙ্গিদের সাম্প্রতিক গতিবিধিতে রুখতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখায়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
জম্মু সীমান্তে হামলা, ১ জঙ্গি সহ ৭ পাক রেঞ্জার নিহত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল