এতদিন সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি দীনেশ মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চে ডিএ মামলার শুনানি চলছিল। কিন্তু বিচারপতি মাহেশ্বরী না থাকায় আজ বিচাপতি হৃষিকেশ রায়ের সঙ্গে বিচারপতি দীপঙ্কর দত্ত ডিএ মামলাটি শুনবেন বলে ঠিক হয়।
আরও পড়ুন: লালন মৃত্য়ু রহস্য়ে পুলিশের এফআইআর-কে চ্য়ালেঞ্জ, হাইকোর্টে সিবিআই! আজই শুনানি
advertisement
কিন্তু এ দিন মামলাটি শুনানির জন্য় ওঠা মাত্র বিচারপতি দীপঙ্কর দত্ত জানিয়ে দেন, তিনি এই মামলা শুনবেন এই খবর প্রকাশ্য়ে আসতেই বিভিন্ন মহলে সরকারি কর্মচারীদের একাংশ অতি উৎসাহিত হয়ে গিয়ে মামলার রায় নিয়ে আপত্তিকর মন্তব্য় করতে শুরু করেছেন। যা আদালতের নজরে এসেছে।
দেশের শীর্ষ আদালতকে নিয়ে এই ধরনের মন্তব্য়ে অত্য়ন্ত রুষ্ট হন বিচারপতি দত্ত। তাঁর সঙ্গে সহমত পোষণ করেন বিচারপতি রায়ও। দুই বিচারপতি সহমত হওয়ায় পিছিয়ে যায় শুনানি। প্রসঙ্গত, গত সোমবারই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন দীপঙ্কর দত্ত।
সরকারি কর্মচারীদের কেউ বিরূপ মন্তব্য় করে থাকলে তার জন্য় দুই বিচারপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন রাজ্য় সরকারি কর্মী সংগঠনের দুই আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী মীনাক্ষী অরোরা। তাতেও নিজেদের সিদ্ধান্ত বদল করেননি দুই বিচারপতি। তাঁরা জানিয়ে দেন, জানুয়ারির তৃতীয় সপ্তাহেই মামলার শুনানি হবে। কলকাতা হাইকোর্টের সিঙ্গল এবং ডিভিশন বেঞ্চে ধাক্কা খাওয়ার পর রায়কে চ্য়ালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য় সরকার।
