Serum Institute of India (SII) ঘোষণা করেছে ভ্যাকসিনের নতুন দাম। প্রথমে এই ভ্যাকসিনের একটি ডোজ ৪০০ টাকায় কিনতে হচ্ছিল কেন্দ্রকে। সেই দাম কমিয়ে করা হল ৩০০ টাকা। Serum Institute of India সিইও Adar Poonawalla জানিয়েছেন , " দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কমানো হল কোভিশিল্ডের দাম। যা আগে ৪০০ টাকায় কিনতে হচ্ছিল তা পাওয়া যাবে ৩০০ টাকায়। এতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার কোটি টাকা বেচে যাবে। " মানুষের কথা ও দেশের পরিস্থিতির কথা মাথায় রেখেই কমানো হল ভ্যাকসিনের দাম।
advertisement
দেশের হাজার হাজার মানুষের এখন কোভিড ভ্যাকসিন দরকার। আর যাতে এই ভ্যাকসিন আরও সহজে ও সস্তায় মানুষের কাছে পৌঁছয়, সে জন্যই এই সিদ্ধান্ত। কোভিড ভ্যাকসিনের দাম কমায় স্বস্তিতে সব রাজ্যই। যে হারে করোনা বাড়ছে তাতে এই ভ্যাকসিন একমাত্র ভরসা। প্রসঙ্গত, ভ্যাকসিনের দাম নিয়ে প্রথম থেকেই নানা প্রশ্ন উঠছিল। বিভিন্ন রাজনৈতিক নেতারাও প্রশ্ন তুলেছেন। এই টিকা মানুষকে বিনা পয়সায় দেওয়ার দাবিও করা হয়েছে। এবার ভ্যাকসিনের দাম কমায় অনেকটা স্বস্তি মিলছে। সারা দেশের মানুষ যত দ্রুত এই করোনা টিকা নেবেন, তত দ্রুত রোগের সঙ্গে মোকাবিলা করা সম্ভব। অতিমারীরে এক মাত্র সহায় করোনা ভ্যাকসিন।