TRENDING:

দিল্লিতে ‘সিরিয়াল ডগ কিলার’, খুন হচ্ছে একের পর এক কুকুর

Last Updated:

রাজধানীর রাস্তায় তিনটি কুকুর ছানাকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করল এক ব্যক্তি ৷ দক্ষিণ দিল্লির গ্রিন পার্ক মেট্রো স্টেশনের কাছে ছুড়ি দিয়ে কুকুর শাবকদের খুন করছে এক ‘সিরিয়াল ডগ কিলার’ ৷ এমনই ছবি ধরা পড়ল সিসিটিভি ফুটেজে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রাজধানীর রাস্তায় তিনটি কুকুর ছানাকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করল এক ব্যক্তি ৷ দক্ষিণ দিল্লির গ্রিন পার্ক মেট্রো স্টেশনের কাছে ছুড়ি দিয়ে কুকুর শাবকদের খুন করছে এক  ‘সিরিয়াল ডগ কিলার’ ৷ এমনই ছবি ধরা পড়ল সিসিটিভি ফুটেজে ৷
advertisement

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে কুকুর ছানা খুন হয়েছে বলে পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে ৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেখতে পায় তিনটি কুকুর শাবককে কুপিয়ে খুন করা হয়েছে ৷ এছাড়াও এলাকায় আরও অনেক কুকুরের গায়ে ছুরির আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ মেট্রো স্টেশনের সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে সমস্ত ঘটনা ৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে একজন যুবক নৃশংস ভাবে কুকুর ছানাগুলোকে কুপিয়ে খুন করছে ৷ ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, প্রথমে কুকুরগুলিকে বিস্কুটের প্রলোভন দেখায় অভিযুক্ত যুবক ৷ যখন কুকুর ছানাগুলে তার কাছে বিস্কুট খেতে আসে অভিযুক্ত যুবক তাদেরকে নৃশংস ভাবে ছুড়ি দিয়ে মারতে থেকে ৷ একের পর এক তিনটে কুকুর ছানা কে মেরে ফেলে ওই যুবক ৷ এরপর অন্য কুকুররা শাবকদের বাঁচাতে এগিয়ে  এলে তিনি বাকি কুকুরদেরও আক্রমণ করে ৷ ঘটনাটি ঘটে রাত ২.২০ থেকে ২.৩৮ এর মধ্যে ঘটেছে ৷ এরপর যুবকটিকে ছুড়ি হাতে বাজারে ঢুকে যেতে দেখা যায় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

বেশ কয়েকদিন ধরে খুন হচ্ছে একের পর এক কুকুর ৷ এলাকায় একের পর এক কুকুর হত্যার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে ৷ ঘটনাগুলির পিছনে সিরিয়াল ডগ কিলাররের হাত রয়েছে বলে অনুমান করা হচ্ছে ৷ আহত চারটি কুকুরদের পশু হাসপাতালে চিকিৎসা চলছে ৷ গত দু’সপ্তাহে এক ডজনেরও বেশি কুকুর ওই এলাকা থেকে গায়েব হয়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ পশু কল্যানের জন্য কাজ করে এক এনজিও সংস্থা সঙ্গে যৌথ ভাবে এই খুনগুলির তদন্ত করছে পুলিশ ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লিতে ‘সিরিয়াল ডগ কিলার’, খুন হচ্ছে একের পর এক কুকুর