TRENDING:

Karnataka IAS Officer Death: বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, কর্ণাটকে মৃত সিনিয়র আইএএস অফিসার সহ ৩!

Last Updated:

সিনিয়র এই আইএএস অফিসারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিনিয়র আইএএস অফিসার সহ তিনজনের৷ মৃত ওই আইএএস অফিসারের নাম মহানতেশ বিলাগি৷ তিনি কর্ণাটক রাজ্য মিনারেল কর্পোরেশন লিমিটেডের এমডি পদে কর্মরত ছিলেন৷
কর্ণাটকে পথ দুর্ঘটনায় মৃত্যু আইএএস অফিসার মহানতেশ বিলাগির৷
কর্ণাটকে পথ দুর্ঘটনায় মৃত্যু আইএএস অফিসার মহানতেশ বিলাগির৷
advertisement

সোমবার কর্ণাটকের কালাবুরাগি জেলার জেওয়ারগির গৌনাহল্লিতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ একটি ইনোভা গাড়িতে বিজয়পুরা থেকে কালাবুরাগির দিকে যাচ্ছিলেন ওই আইএএস অফিসার৷ তখনই তাঁর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে৷ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ইনোভা গাড়িটি৷ দুর্ঘটনার জেরে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়৷

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ওই আইএএস অফিসার৷ গাড়িতে থাকা তাঁর দুই আত্মীয় শঙ্কর বিলাগি এবং এরান্না বিলাগিও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন৷

advertisement

জানা গিয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই আইএএস অফিসারকে কালাবুরগির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই সিনিয়র আইএএস অফিসারের৷

কর্ণাটক রাজ্য মিনারেল কর্পোরেশন লিমিটেডের এমডি পদে দায়িত্বভার গ্রহণ করার আগে ব্যাঙ্গালোর ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (বেসকম)-এর এমডি হিসেবে নিযুক্ত ছিলেন নিহত আইএএস অফিসার মহানতেশ বিলাগি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এসি লোকালের দরজা খুলে গেল প্ল্যাটফর্মে,স্মার্টভাবে উঠল ১০ বছরের ভিক্ষুক খুদেটি,তারপর যা হল
আরও দেখুন

সিনিয়র এই আইএএস অফিসারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷ শোকবার্তায় তিনি জানিয়েছেন, মহানতেশ বিলাগি বিভিন্ন জেলার জেলাশাসক এবং জেলা পঞ্চায়েতের সিইও পদে সততার সঙ্গে কাজ করেছেন৷ যেখানেই তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন, নিজের দক্ষতার ছাপ রেখেছেন৷ কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারও

বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka IAS Officer Death: বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, কর্ণাটকে মৃত সিনিয়র আইএএস অফিসার সহ ৩!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল