সোমবার কর্ণাটকের কালাবুরাগি জেলার জেওয়ারগির গৌনাহল্লিতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ একটি ইনোভা গাড়িতে বিজয়পুরা থেকে কালাবুরাগির দিকে যাচ্ছিলেন ওই আইএএস অফিসার৷ তখনই তাঁর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে৷ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ইনোভা গাড়িটি৷ দুর্ঘটনার জেরে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়৷
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ওই আইএএস অফিসার৷ গাড়িতে থাকা তাঁর দুই আত্মীয় শঙ্কর বিলাগি এবং এরান্না বিলাগিও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন৷
advertisement
জানা গিয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই আইএএস অফিসারকে কালাবুরগির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই সিনিয়র আইএএস অফিসারের৷
কর্ণাটক রাজ্য মিনারেল কর্পোরেশন লিমিটেডের এমডি পদে দায়িত্বভার গ্রহণ করার আগে ব্যাঙ্গালোর ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (বেসকম)-এর এমডি হিসেবে নিযুক্ত ছিলেন নিহত আইএএস অফিসার মহানতেশ বিলাগি৷
সিনিয়র এই আইএএস অফিসারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷ শোকবার্তায় তিনি জানিয়েছেন, মহানতেশ বিলাগি বিভিন্ন জেলার জেলাশাসক এবং জেলা পঞ্চায়েতের সিইও পদে সততার সঙ্গে কাজ করেছেন৷ যেখানেই তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন, নিজের দক্ষতার ছাপ রেখেছেন৷ কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারও
