TRENDING:

Senior Citizen Rights: ছেলে বুড়ো বয়সে দেখভাল করবে, আশায় ছিলেন বাবা! ছবি বদলাতেই আদালতের দ্বারস্থ স্ত্রী হারা ৮০ বছরের বৃদ্ধ...

Last Updated:

Senior Citizen Rights: রাজকোটের এক বৃদ্ধ বাবা আশা করেছিলেন যে তার ছেলে তাকে বৃদ্ধাবস্থায় দেখাশোনা করবে। সেই বিশ্বাসে তিনি তার ছেলের নামে নিজের বাড়ি লিখে দিয়েছিলেন। কিন্তু বাড়ির মালিকানা পাওয়ার পরই ছেলে ও ছেলের স্ত্রীর আচরণ বদলে গেছে বলে অভিযোগ করেছেন তিনি...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ: বাবা-মা তাঁদের সারাজীবন সন্তানের ভবিষ্যৎ গড়ার পেছনে ব্যয় করেন, এই আশা নিয়ে যে বৃদ্ধাবস্থায় সন্তানরা তাঁদের দেখাশোনা করবে। কিন্তু সব বাবা-মা সেই সৌভাগ্য পান না।
ছেলে বুড়ো বয়সে দেখভাল করবে, আশায় ছিলেন বাবা! ছবি বদলাতেই আদালতের দ্বারস্থ স্ত্রী হারা ৮০ বছরের বৃদ্ধ...AI Image
ছেলে বুড়ো বয়সে দেখভাল করবে, আশায় ছিলেন বাবা! ছবি বদলাতেই আদালতের দ্বারস্থ স্ত্রী হারা ৮০ বছরের বৃদ্ধ...AI Image
advertisement

রাজকোটের ৮০ বছরের নটবরলাল ফিচড়িয়া তাঁর চার সন্তানের মধ্যে এক ছেলেকে নিজের বাড়ি উপহার হিসেবে দিয়েছিলেন। তবে এখন ছেলের ও ছেলের স্ত্রীর অবহেলার অভিযোগ তুলে তিনি হাইকোর্টে গিয়েছেন, উপহারের সেই বাড়ি ফিরে পাওয়ার জন্য।

আরও পড়ুন: ইউকে-তে দুই কিশোরীর ওপর ধর্ষণের অভিযোগ! ভারতীয় বংশোদ্ভূতকে ৯ বছরের কারাদণ্ড

নটবরলাল কৃষি বিভাগের প্রাক্তন কর্মচারী। তিনি রাজকোটের নিজের বাড়ির একটি ঘরে ন্যাচারোপ্যাথি ক্লিনিক চালান। করোনা মহামারির সময় অসুস্থ হয়ে পড়ার পর, তিনি তাঁর বাড়ির ৫০% অংশ নিজের এক ছেলের নামে গিফট ডিড করে দেন। তাঁর সেই ছেলে অন্য একটি ফ্ল্যাটে থাকেন, আর নটবরলাল সেই বাড়ির এক ঘরে থাকেন এবং তাঁর ক্লিনিক চালান। এই বাড়ি তিনি ১৯৯১ সালে নিজের ও স্ত্রীর নামে কিনেছিলেন। ২০২১ সালের আগস্টে তিনি নিজের অংশটি তাঁর এক ছেলের নামে করে দেন।

advertisement

স্ত্রীর মৃত্যু হওয়ার পর, তাঁর বাকি তিন সন্তানও বাড়ির অংশ তাঁদের ভাইকে লিখে দেন। এক বছর পর, নটবরলাল ডেপুটি কালেক্টর ও কালেক্টরের কাছে বাড়ি ফেরত চেয়ে আবেদন করেন। তিনি অভিযোগ করেন, তাঁর ছেলে ও ছেলের স্ত্রী তাঁকে ঠিকমতো দেখাশোনা করছেন না এবং বাড়ি থেকে বের করে দিতে চাইছেন।

যদিও কর্তৃপক্ষ গিফট ডিড বাতিলের আদেশ দেয়নি, তবে দুই ছেলেকে প্রতি মাসে বাবাকে ₹২০০০ করে খরচ দেওয়ার নির্দেশ দেয়। ছেলেরা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা বাবার যত্ন নেবে।

advertisement

আরও পড়ুন: নাতির চিতায় ঝাঁপ দিয়ে দাদুর মৃত্যু! তার আগে নাতি যা করেছে, জানুন সেই হাড়হিম করা ঘটনাটি…

তবে এই সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে নটবরলাল আইনজীবী প্রতীক জাসানির মাধ্যমে হাইকোর্টে আপিল করেন। তিনি জানান, তিনি এই আশায় বাড়ি দিয়েছিলেন যে ছেলে তাঁর দেখাশোনা করবে, কিন্তু উল্টে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা চলছে।

advertisement

তিনি আরও অভিযোগ করেন যে, প্রশাসন প্রবীণ নাগরিকদের সুরক্ষা আইনের অধীনে থাকা অধিকারগুলি উপেক্ষা করেছে এবং শুধুমাত্র আর্থিক সহায়তা ছাড়া অন্য কোনও সুরক্ষা দেয়নি। এই আইনের অধীনে, যদি কোনও সন্তান তার বৃদ্ধ বাবা-মায়ের যত্ন না নেয়, তাহলে বাবা-মা তাঁদের নামে থাকা কোনও গিফট ডিড বাতিল করতে পারেন।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ মাই প্রাথমিক শুনানির পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নটবরলালের সন্তানদের নোটিশ জারি করেছেন এবং আগামী ১১ এপ্রিল পর্যন্ত বাড়ির বর্তমান অবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Senior Citizen Rights: ছেলে বুড়ো বয়সে দেখভাল করবে, আশায় ছিলেন বাবা! ছবি বদলাতেই আদালতের দ্বারস্থ স্ত্রী হারা ৮০ বছরের বৃদ্ধ...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল