TRENDING:

'আমার সঠিক প্রশিক্ষণেই সংস্কৃত ও তামিল ভাষায় কথা বলবে প্রাণীরা', দাবি স্বঘোষিত ধর্মগুরুর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: স্বামী নিত্যানন্দ । এর আগে এক যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছিল তাঁর নাম । এবার তাঁর দাবি যদিও অন্যরকম । গরু,কাক ও অন্য প্রাণীরা সংস্কৃতে কথা বলতে পারবে যদি তিনি প্রশিক্ষণ দেন, এমনটাই দাবি তাঁর ।
advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে এই বিষয়ে৷ এই ভিডিওতে তিনি জানিয়েছেন এই প্রাণীদের নির্দিষ্ট কয়েকটি অভ্যন্তরীণ অঙ্গ না থাকলেও অতিপ্রাকৃত উপায়ে সেই অঙ্গগুলির উৎপত্তি ঘটানো সম্ভব । অবচেতন মনকে কাজে লাগিয়ে এই অঙ্গবিকাশ ঘটানো সম্ভব । এরপর বৈজ্ঞানিক পরীক্ষার সাহায্যে তিনি প্রমাণ করতে পারবেন যে সঠিক প্রশিক্ষণেই এরা নির্দিষ্ট ভাষায় কথা বলতে পারবে ।

advertisement

আরও পড়ূন: মাঝ আকাশে অসুস্থ ৩০ জন বিমানযাত্রী ! নাক এবং কান থেকে শুরু হয় রক্তপাত...

তিনি আরও জানিয়েছেন ইতিমধ্যে একটি বিশেষ সফটওয়্যার নিয়ে তিনি কাজ শুরু করে দিয়েছেন৷ তাঁর দাবি খুব ভালো কাজ করছে সেই সফটওয়্যার৷ স্বষোষিত ধর্মগুরু বলেন, বাঁদর, সিংহ এবং বাঘের জন্য ওই সফটওয়্যার দিয়ে ভোকাল কর্ড তৈরি করব, যাতে তারা ভাষা বুঝতে ও বলতে পারে। মোষ এবং গরুদের ওপর এই ভোকাল কর্ড প্রয়োগ করে তাদের সংস্কৃত ও তামিল ভাষা শেখানো যাবে । আগামী এক বছরেই তিনি এই তত্ত্ব প্রমাণ করবেন বলে জানিয়েছেন।

advertisement

আরও পড়ূন: ভারত-পাক দ্বিপাক্ষিক বৈঠকের আর্জি জানিয়ে মোদিকে চিঠি ইমরানের

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ইতিমধ্যেই শুরু হয়েছে হাসিঠাট্টা ও সোশ্যাল মিডিয়ায় রীতিমত জনপ্রিয় হয়েছে এই ভিডিও ।

বাংলা খবর/ খবর/দেশ/
'আমার সঠিক প্রশিক্ষণেই সংস্কৃত ও তামিল ভাষায় কথা বলবে প্রাণীরা', দাবি স্বঘোষিত ধর্মগুরুর