মোদি আবেগতাড়িত কণ্ঠে জানান, ‘‘ভারত সেই সমস্ত দেশের তালিকায় প্রবেশ করল, যে দেশগুলি সরসারি নিজেদের ক্ষমতায় এতবড় যুদ্ধ জাহাজ তৈরি করতে পারে৷ বিক্রান্ত ভারতীয় সেনাবাহিনীকে এক নতুন আত্মবিশ্বাসে বলীয়ান করবে৷ আজ, কেরলের উপকূলে ভারত এক নতুন ভবিষ্যতের সূর্যের উদয় দেখতে পেল৷ আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান যে আত্মবিশ্বাস, তা নতুন করে স্থাপন করল এই ঘটনা৷’’
advertisement
এ ছাড়াও মোদি উল্লেখ করেন বর্তমান সরকারের আত্মরক্ষার নীতি নিয়েও৷ তিনি বলেন, ‘‘বিক্রান্ত শুধুমাত্র একটি যুদ্ধজাহাজ নয়৷ এটি আসলে দীর্ঘ কঠিন পরিশ্রম, প্রতিভা, প্রভাব ও মনযোগের একটি উদাহরণ৷ ভারত প্রমাণ করেছে, যে কোনও লক্ষ্যই অগম্য নয়৷ ভারত আজকে এমন একটি দেশ যে দেশ এখন সেনাবাহিনী ক্ষেত্রে নতুন করে এ দিগন্তের উন্মোচন করেছে৷’’
আরও পড়ুন: জমা পড়েছে রিপোর্ট, পরিস্থিতি ভাল নয়, শুরু হল বন্দরের রাস্তা সংস্কারের কাজ!
ভারতের তৈরি এটি সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ৷ এটি থেকে ৩০টি উড়োজাহাজ উড়তে পারবে, এতে থাকতে মিগ-২৯কে বিমান ও হেলিকপ্টার৷ এটিতে একসঙ্গে ১ হাজার ৬০০ নৌসেনা থাকতে পারবেন৷ এটির উদ্বোধনে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘ভারত আজ সেই তালিকায় ঢুকে পড়ল, যে তালিকাভূক্ত দেশরা নিজের মতো করে যুদ্ধ জাহাজ তৈরি করতে পারে৷ বিক্রান্ত নতুন করে ভারতের আত্মবিশ্বাস তৈরি করেছে৷’’