ভারতের তৈরি এটি সবচেয়ে বড় জাহাজ৷ এটি থেকে ৩০টি উড়োজাহাজ উড়তে পারবে, এতে থাকতে মিগ-২৯কে বিমান ও হেলিকপ্টার৷ এটিতে একসঙ্গে ১ হাজার ৬০০ নৌসেনা থাকতে পারবেন৷ এটির উদ্বোধনে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘ভারত আজ সেই তালিকায় ঢুকে পড়ল, যে তালিকাভূক্ত দেশরা নিজের মতো করে যুদ্ধ জাহাজ তৈরি করতে পারে৷ বিক্রান্ত নতুন করে ভারতের আত্মবিশ্বাস তৈরি করেছে৷’’
advertisement
আরও পড়ুন: জমা পড়েছে রিপোর্ট, পরিস্থিতি ভাল নয়, শুরু হল বন্দরের রাস্তা সংস্কারের কাজ!
এই সময়ে ভারতের নৌসেনার নতুন পতাকাও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই উদ্বোধনের পর বলেন, ভারতীয় নৌসেনার এই পতাকায় থাকছে একটি অষ্টভূজ, সোনালী সেই অষ্টভূজের ধারণা তৈরি হয়েছে শিবাজী মহারাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে৷ ভারতীয় নৌসেনার পর থেকে পক্ষ থেকে বলা হয়েছে, আপাতত এই যুদ্ধ জাহাজে থাকবে হেলিকপ্টার ও মিগ-২৯৷ এর পর ২৬-টি ডেক নির্ভর যুদ্ধ বিমান কিনবে ভারতীয় নৌ-সেনা৷ উল্লেখ্য বেশ কয়েকবছর কাজ করার পর আইএনএস বিক্রান্তের কাজ গত বছর ২১ অগাস্ট শেষ হয়৷