TRENDING:

চমকে দেওয়া ক্ষমতা আইএনএস বিক্রান্তের! ভারতের তৈরি সর্ববৃহৎ যুদ্ধ জাহাজ

Last Updated:

ভারতের তৈরি এটি সবচেয়ে বড় জাহাজ৷ এটি থেকে ৩০টি উড়োজাহাজ উড়তে পারবে, এতে থাকতে মিগ-২৯কে বিমান ও হেলিকপ্টার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আইএনএস বিক্রান্ত যুদ্ধ জাহাজ কমিশনড হওয়ার পর কার্যত এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছে ভারতের নৌসেনা৷ শুক্রবার নতুন করে এই নৌজাহাজ কমিশন করেছেন নরেন্দ্র মোদি৷ সেটির বিস্তারিত তথ্য প্রকাশ্যে এসেছে, এই জাহাজটির ওজন ৪৫ হাজার টন, জাহাজটি তৈরি করতে খরচ হয়েছে ২০ হাজার কোটি টাকা৷ এটি একটি ২৬২ মিটার লম্বা ও ৬২ মিটার চওড়া৷
 (News18)
(News18)
advertisement

ভারতের তৈরি এটি সবচেয়ে বড় জাহাজ৷ এটি থেকে ৩০টি উড়োজাহাজ উড়তে পারবে, এতে থাকতে মিগ-২৯কে বিমান ও হেলিকপ্টার৷ এটিতে একসঙ্গে ১ হাজার ৬০০ নৌসেনা থাকতে পারবেন৷ এটির উদ্বোধনে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘ভারত আজ সেই তালিকায় ঢুকে পড়ল, যে তালিকাভূক্ত দেশরা নিজের মতো করে যুদ্ধ জাহাজ তৈরি করতে পারে৷ বিক্রান্ত নতুন করে ভারতের আত্মবিশ্বাস তৈরি করেছে৷’’

advertisement

আরও পড়ুন: জমা পড়েছে রিপোর্ট, পরিস্থিতি ভাল নয়, শুরু হল বন্দরের রাস্তা সংস্কারের কাজ!

আরও পড়ুন: দুর্গাপুজোর হেরিটেজ স্বীকৃতি নিয়ে এবার কেন্দ্র-রাজ্য সংঘাত! কৃতিত্ব কার? যা বললেন শুভেন্দু অধিকারী...

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই সময়ে ভারতের নৌসেনার নতুন পতাকাও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই উদ্বোধনের পর বলেন, ভারতীয় নৌসেনার এই পতাকায় থাকছে একটি অষ্টভূজ, সোনালী সেই অষ্টভূজের ধারণা তৈরি হয়েছে শিবাজী মহারাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে৷ ভারতীয় নৌসেনার পর থেকে পক্ষ থেকে বলা হয়েছে, আপাতত এই যুদ্ধ জাহাজে থাকবে হেলিকপ্টার ও মিগ-২৯৷ এর পর ২৬-টি ডেক নির্ভর যুদ্ধ বিমান কিনবে ভারতীয় নৌ-সেনা৷ উল্লেখ্য বেশ কয়েকবছর কাজ করার পর আইএনএস বিক্রান্তের কাজ গত বছর ২১ অগাস্ট শেষ হয়৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
চমকে দেওয়া ক্ষমতা আইএনএস বিক্রান্তের! ভারতের তৈরি সর্ববৃহৎ যুদ্ধ জাহাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল