TRENDING:

Hamas Link in Pahalgam Attack: পহেলগাঁও হামলার পিছনে প্যালেস্তাইনের হামাস? দু মাস আগেই পাক অধিকৃত কাশ্মীরে একজোট হয় জঙ্গিরা! চাঞ্চল্যকর দাবি

Last Updated:

গত ৫ ফেব্রুয়ারি পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে বিভিন্ন দেশের প্রায় একশো জন জঙ্গি একত্রিত হন বলে খবর৷ হামাসের পাঁচ জন শীর্ষ নেতা ওই সম্মেলনে উপস্থিত হন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পিছনে কি হামাস যোগ? প্রাথমিক ভাবে এমনই সন্দেহ করছেন নিরাপত্তা এজেন্সির শীর্ষ কর্তারা৷ কারণ পহেলগাঁওয়ে যেভাবে হামলা চালানো হয়েছে, ২০২৩ সালে ঠিক একই কায়দায় ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাস জঙ্গিরা৷
পুলওয়ামার পর ফের বড়সড় হামলার কাশ্মীরে৷ ফাইল ছবি
পুলওয়ামার পর ফের বড়সড় হামলার কাশ্মীরে৷ ফাইল ছবি
advertisement

শুধুমাত্র এইটুকু তথ্য দিয়েই দুইয়ে দুইয়ে চার করছেন না গোয়েন্দারা৷ তাঁদের দাবি, গত ফেব্রুয়ারি মাসেই পাক অধিকৃত কাশ্মীরে একটি মিছিল এবং সভার আয়োজন করেছিল প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন৷ সেই মিছিলে প্রায় পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর প্রায় ১০০ সদস্য যোগ দিয়েছিল৷

আরও পড়ুন: ফ্লোরিডায় চাকরি, স্ত্রী ছেলেকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়ে ফেরা হল না বেহালার বিতানের!

advertisement

নিরাপত্তা এজেন্সির কর্তাদের কথায়, যে ভাবে পহেলগাঁওয়ে হামলার ছক কষা হয়েছে এবং যেরকম বড় মাপের হামলা হয়েছে তা অতীতে কাশ্মীরের পুলওয়ামা এবং ছিত্তিসিংপোরার হামলাকেও ছাপিয়ে গিয়েছে৷ সম্প্রতি পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গি সংগঠনগুলিকে নিয়ে পাক অধিকৃত কাশ্মীরে মিছিল করে হামাস৷ এর থেকেই পরিষ্কার, ইজরায়েলের বিরুদ্ধে হামাসের হামলার থেকেই পহেলগাঁও হামলার অনুপ্রেরণা নেওয়া হয়েছে৷

advertisement

সূত্রের খবর, পহেলগাঁও হামলার ঘটনায় চার থেকে পাঁচ জন জঙ্গি জড়িত ছিল৷ তাদের মধ্যে একজন বেসরনের ওই পর্যটনকেন্দ্রের গেটের কাছে দাঁড়িয়ে লক্ষ্য রাখছিল সেখানে নিরাপত্তা বাহিনী আসছে কি না৷ গোয়েন্দাদের কথায়, বাকি জঙ্গিরা ছড়িয়ে পড়ে পর্যটকদের চিহ্নিত করতে থাকে৷

গত ৫ ফেব্রুয়ারি পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে বিভিন্ন দেশের প্রায় একশো জন জঙ্গি একত্রিত হন বলে খবর৷ কাশ্মীরের প্রতি সহমর্মিতা এবং আল আকসা বন্যায় হামাসের ভূমিকা সংক্রান্ত একটি সম্মেলনে অংশ নেওয়াই ছিল তাদের উদ্দেশ্য৷ ইজরায়েল এবং ভারতের বিরুদ্ধে প্যালেস্তাইন এবং পাকিস্তানের বিরোধী শক্তিগুলিকে আরও সংগঠিত করা এবং নিজেদের মধ্যে যোগসূত্র তৈরি করাই ছিল এই সম্মেলনের আয়োজন করার মূল কারণ৷ খালিদ কোয়াদ্দৌমি, নাজি জাহির, মুফতি আজম সহ হামাসের পাঁচ জন শীর্ষ নেতা ওই সম্মেলনে উপস্থিত হন৷ অন্য দিকে জঙ্গি নেতা মাসুদ আজহারের ভাই তালহা সইফ সহ জৈশ ই মহম্মদ এবং লস্কর ই তৈবার একাধিক শীর্ষ জঙ্গিও ওই সম্মেলনে উপস্থিত ছিল৷

advertisement

ইজরায়েল সরকারের এক প্রতিনিধিও জানিয়েছেন, হামাস নেতারা যে নিয়মিত পাক অধিকৃত কাশ্মীরে সফর করেছে তার প্রমাণ তাঁদের হাতেও রয়েছে৷ এই কারণেই বহু দিন ধরেই হামাসকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করার জন্য তারা ভারতের কাছে বহুদিন ধরেই দাবি জানিয়ে আসছেন বলে দাবি করেছেন ইজরায়েলের ওই সরকারি আধিকারিক৷

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটে৷ ওই হামলায় চল্লিশ জন আধাসেনার মৃত্যু হয়৷ ২০ মার্চ, ২০০০ সালে জম্মু কাশ্মীরের ছিত্তিসিংপোরার একটি গ্রামে হামলা চালিয়ে একসঙ্গে ৩৫ জন শিখ বাসিন্দাকে হত্যা করে জঙ্গিরা৷ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ভারত সফরের ঠিক আগের দিন এই ঘটনা ঘটেছিল৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Hamas Link in Pahalgam Attack: পহেলগাঁও হামলার পিছনে প্যালেস্তাইনের হামাস? দু মাস আগেই পাক অধিকৃত কাশ্মীরে একজোট হয় জঙ্গিরা! চাঞ্চল্যকর দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল