TRENDING:

Farmers Protests: আজ কৃষক বিক্ষোভে অন্তর্ঘাতের ছক আইএসআই-এর, দিল্লি পুলিশকে সতর্ক করলেন গোয়েন্দারা

Last Updated:

বিক্ষোভের সাত মাস পূর্তিতে রাজধানীর বুকে শনিবার প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন কৃষকরা (Farmers Protests)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: আজ দিল্লিতে কৃষকদের বিক্ষোভকে কাজে লাগিয়ে অন্তর্ঘাতের ছক কষে থাকতে পারে পাক গুপ্তচর সংস্থা আইএসআই৷ কৃষক বিক্ষোভের মধ্যে থেকেই অন্তর্ঘাত ঘটিয়ে নিরাপত্তা বাহিনীকে প্ররোচিত করার চেষ্টা করা হতে পারে বলে দিল্লি পুলিশকে সতর্ক করে দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ একই সতর্কবার্তা দিয়েছে সিআইএসএফ-ও৷ গোয়েন্দাদের আশঙ্কা, নিরপত্তা বাহিনীকে প্ররোচিত করে রাজধানীতে হিংসা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই ছক কষা হয়েছে৷
advertisement

নতুন কৃষি আইনের বিরোধিতায় দিল্লি সীমান্তে সাত মাস ধরে বিক্ষোভ দেখাচ্ছে বিভিন্ন কৃষক সংগঠন৷ বিক্ষোভের সাত মাস পূর্তিতে রাজধানীর বুকে শনিবার প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন কৃষকরা৷

গোয়েন্দাদের আশঙ্কা, ছদ্ম নামে আইএসআই-এর কোনও সহযোগী সংগঠন কৃষক বিক্ষোভকে কাজে লাগিয়ে রাজধানীতে অশান্তি ছড়ানোর চেষ্টা করতে পারে৷ কেন্দ্রীয় গোয়েন্দা এবং সিআইএসএফ-এর থেকে সতর্কবার্তা পেয়ে তৎপর হয়েছে দিল্লি পুলিশও৷ শনিবার বিক্ষোভ চলাকালীন দিল্লির হলুদ লাইনের তিনটি মেট্রো স্টেশনে বন্ধ রাখা হচ্ছে৷ দিল্লি মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশের পরামর্শেই আজ সকাল দশটা থেকে বেলা দুটো পর্যন্ত

advertisement

বিশ্ববিদ্যালয়, সিভিল লাইনস এবং বিধানসভা মেট্রো স্টেশন বন্ধ রাখা হবে৷

সংযুক্ত কিষান মোর্চার তরফে দাবি করা হয়েছে, শনিবার প্রতিটি রাজ্যেই হাজার হাজার কৃষক রাজ ভবন অভিযানে অংশ নেবেন৷ আন্দোলনকারী কৃষকদের সমর্থনে বিদেশেও একই মিছিল বেরোবে৷ আমেরিকার ম্যাসাচুসেটসেও একটি মিছিল বেরনোর কথা৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দিল্লি পুলিশকে সতর্ক করে গোয়েন্দাদের তরফে যে চিঠি দেওয়া হয়েছে, তা সিএনএন নিউজ ১৮-এর হাতে এসেছে৷ সেই চিঠিতে বিক্ষোভ চলাকালীন দিল্লির প্রতিটি মেট্রো স্টেশনের বাইরে পর্যাপ্ত সংখ্যক বাহিনী মোতায়েনের পরামর্শ দেওয়া হয়েছে৷ বাহিনীকে নিয়ন্ত্রণে যথাযথ পদমর্যাদার অফিসারদেরো রাখতে বলা হয়েছে৷ অপ্রত্যাশিত কোনও ঘটনা এড়াতে প্রযোজনীয় সমস্ত পদক্ষেপ করার কথাও চিঠিতে বলা হয়েছে৷ সিংঘু, টিকরি এবং গাজিপুর সীমান্তে যে কৃষকরা জমায়েত করে আছেন, তাঁরা আজকের দিনটিকে 'কৃষি বাঁচাও, গণতন্ত্র বাঁচাও' দিবস হিসেবে পালন করার ডাক দিয়েছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Farmers Protests: আজ কৃষক বিক্ষোভে অন্তর্ঘাতের ছক আইএসআই-এর, দিল্লি পুলিশকে সতর্ক করলেন গোয়েন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল