আরও পড়ুন: বিশ্বকাপের দলে ৩ রঞ্জি খেলা ‘ভারতীয়’, ২ জন খেলেন ভারতের U19 দলে, কোন দলে?
চুইখাদান থানার পুলিশ খবর পেয়ে গ্রেফতার করেছে ১৪ বছরের মেয়েটিকে। পুলিশি জেরায় মেয়েটি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার। যখন কিশোরী তার দাদাকে খুন করে তখন বাড়িতে কেউ ছিল না। মেয়েটির দাদা ঘুমাচ্ছিলেন, ঠিক তখনই কুঠার নিয়ে দাদার গলা কেটে দেয় ১৪ বছর বয়সের মেয়েটি। ঘটনার জেরে সঙ্গে সঙ্গেই প্রাণ হারায় মেয়েটির দাদা। তার পরে মেয়েটি বাথরুমে গিয়ে গা থেকে এবং জামাকাপড় থেকে সমস্ত রক্তের দাগ ধুয়ে ফেলে। পরে বাইরে বেরিয়ে গ্রামবাসীদের সমস্ত ঘটনার কথা জানায় মেয়েটি নিজেই। গ্রামবাসীরা তার পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং মেয়েটিকে গ্রেফতার করে।
advertisement
আরও পড়ুন: ক্রিকেটের বড় যুদ্ধে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকস্তান, জিততে পারবে আইপিএল?
পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দিয়েছে কিশোরী। খুনের নৃশংসতা দেখে শিউরে উঠেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মেয়েটিকে হেফাজতে নেওয়া হয়েছে, এবং ঘটনার তদন্ত চলছে।