TRENDING:

বর্ধিত ফি না দেওয়ায় স্কুলেই আটক ২০ পড়ুয়া

Last Updated:

স্কুলে পড়ার বর্ধিত খরচ অভিভাবক সময়মতো না দিতে পারায়, স্কুলেই আটকে রাখা হল বাচ্চাদের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: প্রতি মাসেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্কুলের ফি ৷ স্কুল কর্তৃপক্ষের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে স্কুলে পড়ার বর্ধিত খরচ অভিভাবক সময়মতো না দিতে পারায়, স্কুলেই আটকে রাখা হল বাচ্চাদের ৷ হায়দরাবাদের এক স্কুলে ঘটেছে এমনই জঘন্য ঘটনা ৷
advertisement

যে সব বাচ্চার বাবা-মায়েরা স্কুলের ফি বাড়ানোর পর তা জমা দেননি, এমন ২০ জন বিভিন্ন ক্লাসের পড়ুয়াকে বাড়ি যেতে না দিয়ে আটকে রাখা হল স্কুলেই ৷ পরে পুলিশ এসে পড়ুয়াদের উদ্ধার করে ৷

অভিভাবকদের শত অনুনয়-বিনয়ের পরও কর্তৃপক্ষের মন গলেনি ৷ অবশেষে বাধ্য হয়ে এক অভিভাবক পুলিশে খবর দেন ৷ পুলিশি হস্তক্ষেপে মুক্তি পায় শিশুগুলি ৷ ততক্ষণে কেটে গিয়েছে প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ৷ খিদে, তেষ্টায় ও আতঙ্কে তখন বাচ্চাগুলির নাজেহাল অবস্থা ৷ অভিযোগ, শুধু স্কুলে বন্দি করে রাখাই নয় ফি অনাদায়ে পড়ুয়াদের বার্ষিক পরীক্ষাতেও বসতে দেওয়া হয়নি ৷ শিক্ষা প্রতিষ্ঠানের এমন পৈশাচিক ব্যবসায়িক মনোভাবে সমালোচনার ঝড় উঠেছে ৷

advertisement

আরও পড়ুন

পুরনো আইনেই নতুন দাওয়াই, লাগামছাড়া স্কুল ফি আটকাতে কড়া রাজ্য

অভিভাবকরা জানাচ্ছেন, হায়াতনগরের সরিতা বিদ্যা নিকেতন নামের ওই স্কুলটি গত এক বছরে বহুবার নিজেদের স্কুলের ফি বাড়িয়েছেন ৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এক ধাক্কায় প্রায় ১১ হাজার টাকা ফি বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করে স্কুল কর্তৃপক্ষ ৷ অনেক অভিভাবকই একসঙ্গে এতগুলি টাকা দিতে পারেননি ৷ টাকা আদায়ের জন্য কর্তৃপক্ষ অবশেষে এই ঘৃণ্য পথ বেছে নেয় ৷

advertisement

পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে তারা তৎক্ষণাৎ স্কুলে পৌঁছে শিশুদের উদ্ধার করে এবং পুলিশি হস্তক্ষেপে স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের পরীক্ষায় বসতে দিতে বাধ্য হয় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পেশায় দিনমজুর আদিবাসী বৃদ্ধের ভুবন ভোলানো প্রতিভা! নিজের কানেই শুনুন
আরও দেখুন

শিশুদের অধিকার নিয়ে লড়াই চালানো স্বেচ্ছাসেবী সংস্থা বলালা হাকুলা সঙ্ঘ অবিলম্বে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার আবেদন জানিয়েছেন ৷ তাদের বক্তব্য, সম্প্রতি বেশ কিছু ঘটনা সামনে এসেছে, যেখানে বর্ধিত ফি দিতে না পারায় বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের সাসপেন্ড করে দিয়েছে ৷ অবিলম্বে এই প্রবণতা বন্ধ না করা গেলে শিশুদের জন্য এক অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বর্ধিত ফি না দেওয়ায় স্কুলেই আটক ২০ পড়ুয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল