TRENDING:

ভয়াবহ! মহারাষ্ট্রে বেমালুম উলটে গেল পড়ুয়া-বোঝাই স্কুল বাস, সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠবেন

Last Updated:

দুর্ঘটনার সময় বাসে ছিল ১৮ জন ছাত্র-ছাত্রী। দুর্ঘটনায় জখম একাধিক পড়ুয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মহারাষ্ট্র: সোমবার ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রের থানে জেলার অম্বরনাথ এলাকায়। পড়ুয়া-সহ উলটে গেল স্কুল বাস। দুর্ঘটনার সময় বাসে ছিল ১৮ জন ছাত্র-ছাত্রী। দুর্ঘটনায় জখম একাধিক পড়ুয়া।
advertisement

জানা যায়, সকাল ৭টা নাগাদ একটি বেসরকারি ছোট স্কুল বাস অম্বরনাথ এলাকার রোটারি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে গ্রিন সিটি কমপ্লেক্সে আসে। চালক বাসটি ঘোরাতে যেতেই বিপত্তি, নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় বাস। তড়িঘড়ি ছুটে যান আশপাশের বাসিন্দা, অন্যান্য পড়ুয়া-সহ অভিভাবকেরা, উলটে যাওয়া বাস থেকেই কোনওক্রমে ছাত্র-ছাত্রীদের বের করে আনা হয়। গোটা ঘটনার ভিডিও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়, যা দেখে কার্যত শিউরে উঠছে নেটদুনিয়া।

advertisement

দেখুন সেই ভিডিও--

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অন্যদিকে,  হীমাচল প্রদেশের কুলু জেলায় যাত্রিবাহী গাড়ি খাদে পড়ে গিয়ে মৃত্যু হল ৭ পর্যটকের৷ আহত হলেন ১০ জন৷ নিহত পর্যটকদের মধ্যে রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা ও দিল্লির বাসিন্দারা আছেন৷ রবিবার রাত ৮.৩০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে বাঞ্জার সাবডিভিশনে ঘিয়াঘির কাছে৷ সংবাদসংস্থার কাছে দুর্ঘটনার খবর জানিয়েছেন বাঞ্জারের বিজেপি বিধায়ক সুরিন্দর শৌরি৷ দুর্ঘটনায় আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় বাঞ্জার হাসপাতালে৷ তার পর প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে তাঁদের নিয়ে যাওয়া হয় কুলু হাসপাতালে৷ কুলু জেলার ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ জানিয়েছেন গাড়িতে মোট চালক-সহ মোট ১৭ জন ছিলেন৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ভয়াবহ! মহারাষ্ট্রে বেমালুম উলটে গেল পড়ুয়া-বোঝাই স্কুল বাস, সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল