সোমবার সকালেই জয়পুরের চার-পাঁচটি স্কুলে আসে ইমেইল। সঙ্গে সঙ্গে খবর পৌঁছয় রাজস্থান পুলিশের কাছে। জয়পুরের পুলিশ কমিশনার বিজু জর্জ জোশেপ বলেন, ”চার-পাঁচটি স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি এসেছে। পুলিশ প্রতিটি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।”
আরও পড়ুন: ২০৬০ সাল, আর মাত্র ৩৬ বছর, পৃথিবীতে ঘটবে ভয়ঙ্কর ঘটনা! যে সে নয়, লিখে গিয়েছেন স্বয়ং আইজ্যাক নিউটন
advertisement
প্রসঙ্গত, রবিবারও আটটি হাসপাতাল ও ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরেও ছড়িয়ে পড়েছিল বোমাতঙ্ক।
পুলিশ সূত্রে খবর, এটা নেহাতই ভুয়ো ও দুষ্ট অভিসন্ধি থেকে করা হয়েছে বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র আতঙ্ক তৈরির জন্য করা হয়েছে। সাইবার সেল ইউনিট ইমেইল ও আইপি অ্যাড্রেসের খোঁজ করছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2024 1:00 PM IST