আরও পড়ুন: দোষীদের ফাঁসি হবে কি ? নির্ভয়া কাণ্ডে আজ রায় দেবে শীর্ষ আদালত
২৪ জানুয়ারি আগ্রার জেলা আদালত তাজমহলে দর্শকদের নামাজ পড়ার অনুমতির আবেদন খারিজ করে দেয় । এরপরই ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেন এক ব্যক্তি । প্রসঙ্গত, শুধুমাত্র শুক্রবার করে স্থানীয় বাসিন্দাদের তাজমহল প্রাঙ্গনে নামাজ পড়ার অনুমতি দিয়েছিল জেলা আদালত । যদিও তার জন্য সঠিক পরিচয় প্রমাণপত্র দেখাতে হয় স্থানীয় বাসিন্দাদের।
advertisement
কিন্তু ওই জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট । নিরাপত্তাজনিত কারণেও বহিরাগতদের নামাজ পড়ার অনুমতি দেয়নি শীর্ষ আদালত ।
প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয় ঐতিহাসিক তাজমহলের রক্ষণাবেক্ষণ করা এই মুহুর্তে সবচেয়ে জরুরি ও সেই জন্য তাজমহল প্রাঙ্গন প্রার্থনা করার জন্য ব্যবহার করা যাবে না । নামাজ পড়ার জন্য 'অন্য জায়গা' আছে, জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট ।
আরও পড়ুন:হিজবুলে যোগদান করলেন আইপিএস অফিসারের ভাই