TRENDING:

Bihar Caste Survey: নীতীশের জাতপাত ভিত্তিক সমীক্ষার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, বিহারে শুরু তরজা

Last Updated:

পটনা হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছিল, এটা সমীক্ষা না আদম সুমারি অর্থাৎ সেনসাস, সেটি আগে পর্যালোচনা করে দেখা দরকার। একই অবস্থান শীর্ষ আদালতের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটনা: বিহারে নীতীশ কুমার সরকারের জাতপাত ভিত্তিক সমীক্ষা চালু করার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। ওই সমীক্ষা স্থগিত রাখার ব্যাপারে পটনা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে বিহার সরকারের পক্ষ থেকে যে আবেদন জানানো হয়েছিল, শীর্ষ আদালত তা খারিজ করেছে। পটনা হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছিল, এটা সমীক্ষা না আদম সুমারি অর্থাৎ সেনসাস, সেটি আগে পর্যালোচনা করে দেখা দরকার। একই অবস্থান শীর্ষ আদালতের।
বিরাট দাবি করলেন নীতীশ।
বিরাট দাবি করলেন নীতীশ।
advertisement

মে মাসের শুরুতে পাটনা হাইকোর্টের রায়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকারের জাতভিত্তিক সমীক্ষা কর্মসূচি স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট তার পর্যবেক্ষণে আরও জানিয়েছিল, এরকম জাতভিত্তিক সমীক্ষার এক্তিয়ার শুধু কেন্দ্রীয় সরকারের রয়েছে। এদিকে সুপ্রিম কোর্টের ওই রায়ের পর বিজেপি নেতা সুশীল মোদি জানিয়েছেন, এই পরিস্থিতির জন্য পুরোপুরি দায়ী বিহার সরকারের ভুল অবস্থান। আদালতে নিজেদের বক্তব্য বা যুক্তি ঠিকমত জানাতেই পারেনি বিহার সরকার।

advertisement

সুপ্রিম কোর্টের ওই রায়ের পর বিহারের মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘বিজেপি অহেতুক এই বিষয়টি নিয়ে রাজনীতি করেছে। জাতভিত্তিক সমীক্ষার কাজ হলে পিছিয়ে পড়া শ্রেণিগুলির সুবিধা হত।’’ আদপে ২০২২ সালের জুন মাসে বিজেপি-র সঙ্গে জোট সরকার খাকার সময়ে ওই সমীক্ষার সিদ্ধান্ত নিয়েছিলেন নীতিশ কুমার। যার ফলে বিজেপি নীতিগতভাবে ওই সিদ্ধান্তের বিরোধিতা করতে পারছে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আর সেজন্যই সুশীল মোদির দাবি, অবিলম্বে বিষয়টি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি তুলেছেন। একসময়ে নীতিশ কুমারের উপমুখ্যমন্ত্রী সুশীল জানিয়েছেন, এই পরিস্থিতিতে রাজ্যের সব রাজনৈতিক দলগুলির মতামত নেওয়া প্রয়োজন। কিন্তু জেডিইউ সুপ্রিমো পাল্টা যুক্তিতে বিজেপি নেতৃত্বের ওই দাবি নস্যাৎ করে জানিয়েছেন, সর্বদলীয় বৈঠক ডেকেই সব দলের  মতামত নিয়ে তারপর ওই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Caste Survey: নীতীশের জাতপাত ভিত্তিক সমীক্ষার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, বিহারে শুরু তরজা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল