TRENDING:

বিচারপতি লোয়ার মৃত্যুর জনস্বার্থ মামলার সাপেক্ষে পুনরায় তদন্ত নিষ্প্রয়োজন : সুপ্রিম কোর্ট

Last Updated:

বিচারপতি বিএইচ লোয়ার মৃত্যুতে নতুন করে কোনও তদন্ত নিষ্প্রয়োজন ৷ লোয়ার মৃত্যুর তদন্তের সমস্ত মামলা খারিজ করেই এহেন মন্তব্য করে দেশের সর্বোচ্চ আদালত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বিচারপতি বিএইচ লোয়ার মৃত্যুতে নতুন করে কোনও তদন্ত নিষ্প্রয়োজন ৷ লোয়ার মৃত্যুর তদন্তের সমস্ত মামলা খারিজ করেই এহেন মন্তব্য করে দেশের সর্বোচ্চ আদালত ৷
advertisement

আরও পড়ুন: বাবা কোটিপতি হিরে ব্যবসায়ী, সন্ন্যাস নিল ১২ বছরের ছেলে !

সোহরাবুদ্দিন শেখ ভুয়ো এনকাউন্টার মামলার বিচারের সময় বিচারপতি বিএইচ লোয়ার মৃত্যু হয় ৷ সেই মৃত্যু তদন্তের জন্য বেশ কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের করে সিট ৷ এই জনস্বার্থ মামলারই আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট ৷ বিচারব্যবস্থার বদনাম করতেই সিট এহেন মামলা দায়ের করেছে বলে মত আদালতের ৷ এই মামলায় নাম জড়িয়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, রাজস্থানের গৃহমন্ত্রী গুলাবচন্দ কাটারিয়া, গুজরাতের প্রাক্তন পুলিশ অফিসারসহ আরও অনেকে ৷ তবে, বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ তাঁদের এই মামলা থেকে রেহাই দেয় অনেক আগেই ৷

advertisement

বৃহস্পতিবার প্রধান বিচারপতি দীপক মিশ্র’র নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ এই পিটিশন খারিজ করে দেয়৷ সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তির নিশ্বাস গেরুয়া শিবিরে ৷ কারণ কংগ্রেসসহ বিরোধী দলগুলোই লোয়ার মৃত্যুর তদন্তের দাবি করে ৷

আরও পড়ুন:‘‘ দেশ আমার, সরকার আমার ...উন্নয়নকে জন আন্দোলনের রূপ দিতে চাই ’’ : প্রধানমন্ত্রী

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

২০১৪ সালে এক সহকর্মীর মেয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়ে মৃত্যু হয় লোয়ার ৷ প্রাথমিকভাবে জানা যায়, হৃদরোগে আক্রান্ত করে মৃত্যু হয়েছে তাঁর ৷ এমনকী, সেই মৃত্যুর ঘটনাটিকে একেবারেই স্বাভাবিক বলে জানায় সুপ্রিম কোর্টও ৷ কিন্তু সুপ্রিম কোর্টের সেই রায়ের বিরোধিতা করেই ফের জনস্বার্থ মামলা দায়ের করে সিট ৷ সেই মামলা খারিজ করে আদালত পিটিশনারদের প্রতি ক্ষোভপ্রকাশ করে ৷ সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই মামলার কোনও ভিত্তি নেই ৷ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই এই মামলা দায়ের বলে মন্তব্য় করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বিচারপতি লোয়ার মৃত্যুর জনস্বার্থ মামলার সাপেক্ষে পুনরায় তদন্ত নিষ্প্রয়োজন : সুপ্রিম কোর্ট