বাবা কোটিপতি হিরে ব্যবসায়ী, সন্ন্যাস নিল ১২ বছরের ছেলে !
Last Updated:
বাবা বিপুল ধনসম্পদের অধিকারী ৷ গুজরাতের সুরাতে তাদের পারিবারিক হিরের ব্যবসা ৷ কিন্তু বৈষয়িক মোহ কাটিয়ে সন্ন্যাস গ্রহণ করল সেই পরিবারেই ছেলে ৷
#সুরাত: বাবা বিপুল ধনসম্পদের অধিকারী ৷ গুজরাতের সুরাতে তাদের পারিবারিক হিরের ব্যবসা ৷ কিন্তু বৈষয়িক মোহ কাটিয়ে সন্ন্যাস গ্রহণ করল সেই পরিবারেই ছেলে ৷
হিরে ব্যবসায়ী দীপেশ শাহের ছেলে ভব্য শাহ আজই জৈন ধর্মে দীক্ষা গ্রহণ করবে ৷ ১২ বছরের ভব্যর এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি গোটা পরিবার ৷
ভব্যর দীক্ষা উপলক্ষ্যে বিপুল আয়োজনের বন্দোবস্তও করা হয়েছে ৷ ভব্যকে দীক্ষা দেবেন সুরাতের উমরা এলাকার জৈন সঙ্ঘের আচার্য রশ্মিরত্নসুরী। অনুষ্ঠানে যোগ দেবেন ৪০০-৫০০ জৈন সন্ন্যাসী ও প্রায় ৭,০০০ মানুষ।
advertisement
advertisement
#Surat: Family celebrates as 12-year-old Bhavya Shah will become a Jain monk at a ceremony tomorrow, says, 'I'm happy to take the path of truth shown by God.' His father, a diamond merchant, says, 'Our family is extremely happy, my daughter also did the same at the age of 12.' pic.twitter.com/4G80CAWeRL
— ANI (@ANI) April 18, 2018
advertisement
সপ্তম শ্রেণির এই ছাত্র জানায়, ঈশ্বরের দেখানো সত্যের পথ বেছে নিয়েছে সে, তাই ভীষণ খুশি। তার বাবা-মাও এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সমর্থন করেছেন বলে জানায় ভব্য ৷
advertisement
দীপেশ শাহের দুই ছেলে, এক মেয়ে। চার বছর আগে ভব্যর বোন ১২ বছর বয়সেই দীক্ষা নিয়েছে। সংবাদ মাধ্যমের সামনে ভব্য বলে, তার বাবা মা তাকে বলেছেন, এটাই সঠিক পথ। একদিন তাঁরাও এই পথে আসবেন।
Location :
First Published :
April 19, 2018 11:54 AM IST