২০০০ টাকার নতুন নোট মিললেও তা নিয়েও খুশি নন আমজনতা ৷ তার কারণ একটাই, এবার এই দু’হাজার নোট খুচরো করে দেবে কে ? বাজারে তো খুচরোর আকাল চিরকালই ৷ ১০০০ টাকার নোটই খুচরো করতে এতদিন কালঘাম ছুটত ৷ সেখানে ২০০০ টাকার খুচরো কোথায় পাওয়া যাবে ! ৫০০ টাকার নতুন নোট অমিল ৷ ব্যাঙ্কে আসা নতুন টাকা আধবেলা ফুরোতে না ফুরোতেই শেষ ৷ এবার কী?
advertisement
সমস্যার সমাধান করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ দু’দিন বন্ধ থাকার পর ১১ তারিখ খুলছে এটিএম ৷ সাধারণ মানুষের দুর্ভোগের কথা ভেবে SBI এটিএম থেকে শুধু ১০০ ও ৫০ টাকার নোট বণ্টনের ব্যবস্থা করেছে ৷ SBI চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য জানিয়েছেন, স্টেট ব্যাঙ্কের কোনও এটিএম থেকেই নতুন ২০০০ টাকার নোট ভরা হচ্ছে না ৷ শুধু ব্যাঙ্ক থেকেই পাওয়া যাবে ২০০০ টাকার নোট ৷
রাজ্যের ৫২০০ টি SBI ATM-এর মধ্যে আগামীকাল খোলা মাত্র ২৫০টি
একইসঙ্গে চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য জানিয়েছেন, নোট বদলাতে গ্রাহকদের সুবিধার জন্য কালকের মধ্যে স্টেটব্যাঙ্কে নতুন ৭ হাজার ডিপোজিট মেশিন বসানো হচ্ছে ৷ সেখানেই টাকা ফেলতে পারবেন গ্রাহকরা ৷ স্টেট ব্যাঙ্কে গ্রাহকেরা যেকোনও পরিমান টাকা জমা রাখতে পারবেন ৷
বৃহস্পতিবার মাঝরাত থেকে শুরু হবে এটিএম-এ টাকা ভরার কাজ ৷ টাকা ভরতে নেওয়া হচ্ছে অতিরিক্ত গাড়ি ৷ তবে পর্যাপ্ত টাকা না থাকায় সব এটিএমে টাকা ভরতে পারছে না ব্যাঙ্ক ৷ তাই এসবিআই সূত্রে খবর, রাজ্যে ৫২০০ টি SBI এটিএম এর মধ্যে খোলা থাকবে মাত্র ২৫০টি এটিএম বলে জানা গিয়েছে ৷ রিজার্ভ ব্যাঙ্কের নতুন গাইডলাইন অনুযায়ী, এটিএম ব্যবহার করে এক একেকবারে তোলা যাবে ২০০০ টাকা, সপ্তাহে চার হাজার টাকা ৷
ব্যাঙ্ক ছাড়াও এটিএম-এর সহায়তায় শুক্রবার থেকে নোট বদল করতে পারবেন সাধারণ মানুষ ৷