TRENDING:

SBI গ্রাহকদের জন্য সুখবর, টাকা জমা রাখার ক্ষেত্রে বদলাতে পারে নিয়ম

Last Updated:

গ্রাহকদের চাপে সেভিংস অ্যাকাউন্টে নিয়ম বদলের ভাবনাচিন্তা এসবিআইয়ের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গ্রাহকদের চাপে সেভিংস অ্যাকাউন্টে নিয়ম বদলের ভাবনাচিন্তা এসবিআইয়ের। অ্যাকাউন্টে ন্যূনতম জমা রাখার ক্ষেত্রে বদলাতে পারে নিয়ম। এমনটাই ইঙ্গিত মিলেছে ব্যাঙ্ক সূত্রে। নিয়মের গেরোয় আটকে জন ধন যোজনা ও পড়ুয়াদের কোটি কোটি অ্যাকাউন্ট। আর তা নিয়েই প্রবল সমালোচনার মুখে দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক।
advertisement

সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম জমা রাখার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বদল করেছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। নয়া নিয়মে বলা হয়,

- মেট্রো শহরে, এসবিআই-এর সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ৫ হাজার টাকা জমা রাখতে হবে

- মফস্বল এলাকায় অ্যাকাউন্টে অন্তত ২ হাজার টাকা জমা রাখতে হবে

- গ্রামীণ এলাকায় সেভিংস অ্যাকাউন্টে কমপক্ষে ১ হাজার টাকা জমা রাখতে হবে

advertisement

- অ্যাকাউন্টের ব্যালান্স এর কম হলে বিভিন্ন স্তরে 'জরিমানা' হবে

কিন্তু, নতুন এই নিয়ম নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ তীব্র হচ্ছে।

কেন অসন্তোষ?

- এসবিআই-এর ৪০ কোটি সেভিংস অ্যাকাউন্ট় রয়েছে

- তার মধ্যে ৬ কোটি অ্যাকাউন্টেই ন্যূনতম ব্যালান্স নেই

- ওইসব অ্যাকাউন্টের বেশিরভাগই প্রধানমন্ত্রীর জন ধন যোজনা ও পড়ুয়াদের

- স্টেট ব্যাঙ্কে জন ধন যোজনার ১৩ কোটি অ্যাকাউন্ট রয়েছে

advertisement

- ফলে, ব্যাঙ্কের 'জরিমানা' নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ জমছে

স্টেট ব্যাঙ্কের এমন নিয়ম বদলের দাবি তুলে রিজার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপ চেয়েছে ব্যাঙ্ককর্মীদের সংগঠনগুলিও। এক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নিতে পারে স্টেট ব্যাঙ্ক?

কী পদক্ষেপের সম্ভাবনা?

- ন্যূনতম ব্যালান্স নেই এমন অ্যাকাউন্টগুলিকে চিহ্নিত করা হতে পারে

- তবে কীভাবে চিহ্নিত করা হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে

advertisement

- ওই অ্যাকাউন্টগুলি সেভিংস থেকে বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিটে রূপান্তরিত করা হতে পারে

- প্রক্রিয়া শেষ হলে ওই অ্যাকাউন্টগুলিকে 'জরিমানা'র আওতার বাইরে রাখা হতে পারে

নোটবন্দির ধাক্কা সামলে ব্যাঙ্কের শর্তপূরণ করতে পারেনি কোটি কোটি অ্যাকাউন্ট। তাই গ্রাহকদের চাপে এবার ন্যূনতম জমা নিয়ে পিছু হঠছে স্টেট ব্যাঙ্ক।

বাংলা খবর/ খবর/দেশ/
SBI গ্রাহকদের জন্য সুখবর, টাকা জমা রাখার ক্ষেত্রে বদলাতে পারে নিয়ম