মুম্বইয়ের শহরতলির গোরেগাঁওয়ে পাত্র চলের পুনরুন্নয়নে জড়িত আর্থিক অনিয়মের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ১ অগাস্ট সঞ্জয় রাউতকে গ্রেপ্তার করেছিল। সোমবার সঞ্জয় রাউতের ইডি হেফাজত শেষ হলে তাঁকে বিশেষ পিএমএলএ বিচারক এমজি দেশপান্ডের সামনে হাজির করা হয়। কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি অবশ্য সঞ্জয় রাউতের হেফাজত আর বাড়ানোর আবেদন করেনি।
আরও পড়ুন- মহরমের তাজিয়াতে লুকিয়ে রয়েছে মৃত্যুর ইতিহাস! শোক পালনের প্রস্তুতি বিশ্বজুড়ে
advertisement
এদিন বিচারক সঞ্জয় রাউতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠান। পাত্র ‘চল পুনর্নির্মাণ এবং সঞ্জয় রাউতের স্ত্রী ও সহযোগীদের সঙ্গে জড়িত আর্থিক লেনদেনের অনিয়মের তদন্ত করছে ইডি। আর্থিক অনিয়ম এবং দুর্নীতির মামলাতেই গত ১ জুলাই সঞ্জয় রাউতকে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি।
আরও পড়ুন- আজ আন্তর্জাতিক ম্যাও দিবস! শিকারী থেকে আদুরে, রইল বিড়ালের মজার অজানা তথ্য
ইডির এই তদন্তকে কেন্দ্রের ষড়যন্ত্র বলেই মনে করেন সঞ্জয় রাউত। তিনি জানিয়েছিলেন, কোনওমতেই চাপের মুখে ভাঙবেন না। লড়াই চালিয়ে যাবেন। প্রসঙ্গত, সঞ্জয় রাউত, তাঁর স্ত্রী এবং ঘনিষ্ঠদের একাধিকবার নোটিশ পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকি সঞ্জয়ের স্ত্রী এবং ঘনিষ্ঠদের প্রায় ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তও করে ইডি।