TRENDING:

Sand Storm | Tornado: ৮০ ফুট উঁচু বালির ঝড়, যেন দৈত্য গিলে নিল আকাশ-মাটি! কোথায়? হাড়হিম ভিডিও

Last Updated:

Sand Storm | Tornado: আকাশছোঁয়া এমন বালির দেয়াল খুব কম মানুষই প্রত্যক্ষ করেছেন। আকাশপ্রান্তে যেন এক দেওয়াল তৈরি হয়েছে, যা ক্রমাগত ঢেকে দিচ্ছে সমস্ত শহর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়পুর: অসময়ের বৃষ্টি থেমেছে। এবার শুরু হয়েছে ঝড়, সেই সঙ্গে প্রচণ্ড গরম। রাজস্থানের আবহাওয়া বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে গত কয়েক দিনে। গত মঙ্গলবার সন্ধ্যায় বারমের শহরে দেখা গিয়েছে এক ভয়ঙ্কর বালির ঝড়। সেই মুহূর্তের ভিডিও করে কেউ ইন্টারনেটে পোস্ট করেছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে ঝড়েরই গতিতে। হওয়ার যথেষ্ট কারণও রয়েছে। এমন ভয়ঙ্কর ভিডিও দেখে হাড় হিম হয়ে গিয়েছে সকলের।
বিকানেরে টর্নেডো
বিকানেরে টর্নেডো
advertisement

ভিডিওতে দেখা গিয়েছে এক বিশাল দৈত্যাকার বালির স্তূপ উড়ে আসছে, যেন মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে সমস্ত পৃথিবী। আকাশছোঁয়া এমন বালির দেয়াল খুব কম মানুষই প্রত্যক্ষ করেছেন। আকাশপ্রান্তে যেন এক দেওয়াল তৈরি হয়েছে, যা ক্রমাগত ঢেকে দিচ্ছে সমস্ত নগর।

আরও পড়ুন: ‘মানুষের তো কাজে ভুল হয়’, অন্তর্ঘাতের তত্ত্ব উড়িয়ে করমণ্ডল দুর্ঘটনায় বিস্ফোরক দাবি রেলকর্তার!

advertisement

মঙ্গলবার ধেয়ে আসা বালুঝড়ে জনজীবনকে বিপর্যস্ত হয়ে পড়ে। প্রায় ৭০থেকে ৮০ ফুট উঁচু বালুকাময় টর্নেডো আছড়ে পড়ে বারমেরের উপর। বালির এই ঘূর্ণিঝড় ক্রমশ বড় হতে থাকে। এরপর প্রবল বাতাসের কারণে আশপাশের পুরো এলাকায় বালি ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: অস্ত্রোপচার ছাড়াই গলা থেকে বেরোল আটকে থাকা ১২৮টি মুদ্রা! চিকিৎসকের কীর্তিতে অবাক মুখ্যমন্ত্রীও

advertisement

ভিডিওটিতে দেখা যাচ্ছে বালির ঝড় কতটা ভয়ঙ্কর হতে পারে। যেন পুরো আকাশটায় গ্রাস করে ফেলতে চাইছে কোনও দানব। ঝড়ের কারণে ঢেকে গিয়েছে সূর্য, একেবারে অন্ধকার দেখায় ভিডিওটি অনেক সময়। তারই মধ্যে নিজের ভয়াবহতা নিয়ে এগিয়ে আসতে থাকে বালুঝড়। পাকিস্তানের সীমান্ত সংলগ্ন জয়সলমের থেকে উঠে আসা এই বালির ঝড়কে স্থানীয় অনেকেই ক্যামেরায় বন্দী করেছেন। প্রায় ৮০ ফুট উঁচু বালির ঝড়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গ্রামাঞ্চলে। সেখানে বহু কাঁচা বাড়ি ভেঙেছে। গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে গিয়েছে।

advertisement

ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে

গত এক মাসে অমরশুমি বৃষ্টি, ঝড়-তুফানে রাজস্থানে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। তাছাড়া বিদ্যুৎ ব্যবস্থারও অনেক ক্ষতি হয়েছে।

বালুঝড়ের কারণ—

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আসলে মরুভূমিতে বায়ুমণ্ডলের চাপ খুবই বেশি থাকে। সূর্যের রশ্মি সরাসরি পড়ে বাতাসের আর্দ্রতা কমিয়ে দেয়। এই কারণে ধূলিকণা একত্রে থাকতে পারে না। তখন সেই ধূলিকণাগুলিই টর্নেডোতে রূপ পায়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Sand Storm | Tornado: ৮০ ফুট উঁচু বালির ঝড়, যেন দৈত্য গিলে নিল আকাশ-মাটি! কোথায়? হাড়হিম ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল