এ দিনের বৈঠকের পর কৃষক নেতারা জানিয়েছেন, 'লখনউয়ের মিছিল পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই হবে৷ আন্দোলনের বর্ষপূর্তিও উদযাপন করা হবে৷ সংযুক্ত কিষান মোর্চার মূল বৈঠকটি আগামিকাল হবে৷ ২২ নভেম্বর লখনউ মহাপঞ্চায়েত, ২৬ নভেম্বর গাজিপুর- সিঙ্ঘু সীমান্তে বিক্ষোভ এবং ২৯ নভেম্বর ট্র্যাক্টর মিছিল করা হবে৷ প্রধানমন্ত্রী গতকাল একপেশে বক্তব্য রেখেছেন৷ কিন্তু আমরা যতক্ষণ না সন্তুষ্ট হচ্ছি ততক্ষণ আন্দোলন চলবে৷'
advertisement
আরও পড়ুন: 'সাতশো প্রাণ গিয়েছে,' মোদিকে খোলা চিঠি লিখে বিজেপি-র অস্বস্তি বাড়ালেন বরুণ
কৃষি আইন বিরোধী আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে আগেই নিজেদের কর্মসূচি ঘোষণা করে দিয়েছিল সংযুক্ত কিষান মোর্চা৷ তারা জানিয়েছিল, সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন প্রত্যেক দিন ট্র্যাক্টর নিয়ে পাঁচশো কৃষক শান্তিপূর্ণ ভাবে সংসদের দিকে এগোবেন৷
কৃষক নেতা গুরনাম সিং চারুনি জানিয়েছেন, ন্যূনতম সহায়ক মূল্য, আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং আন্দোলন করতে গিয়ে মৃত কৃষকদেক পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি নিয়ে রবিবার ফের নিজেদের মধ্যে আলোচনায় বসবেন তাঁরা৷ সংযুক্ত কিষান মোর্চার দাবি, তাদের আন্দোলন শুধু বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের বিরুদ্ধে ছিল না৷ পাশাপাশি সবধরনের কৃষিজাত উৎপাদনের জন্যই ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তা চান তারা৷
ইতিমধ্যেই ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কৃষকদের দাবিকে সমর্থন জানিয়েছেন বিজেপি সাংসদ বরুণ গান্ধি৷ প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বরুণ দাবি করেছেন, এই দাবি পূরণ না হলে কৃষকদের আন্দোলন থামবে না৷