আসন্ন উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে সাইকেল কার হাতে যাবে, তা নিয়ে টানাপোড়েন চলছিল মুলায়ম সিং যাদব ও অখিলেশ যাদবের মধ্যে ৷ কার শিবিরে কতজন বিধায়ক রয়েছে তা নিয়েই চলছিল বিবেদের দাড়িপাল্লা ৷ তবে শেষমেশ, বিধায়কের ওজনে বেরিয়ে গেলেন অখিলেশ যাদবই ৷ বেশি বিধায়কের সমর্থনে অখিলেশ যাদব পেলেন সাইকেল ৷ ২১২ জন বিধায়কের সম্মতিপত্র জমা দেন অখিলেশ ৷ প্রতীক পাওয়ার পর উল্লসিত অখিলেশ শিবির অখিলেশের বাড়ির সামনে ভিড় সমর্থকদের ৷
advertisement
সাইকেল চিহ্ন নিয়ে পিতা-পুত্রের মধ্যে টানাপোড়েন চলছিলই ৷ সাইকেলে নিজের অধিকার নিশ্চিত করতে চারজন দুঁদে উকিল নিয়ে কমিশনে পৌঁছেছিলেন সপা সভাপতি মুলায়ম ৷ তাঁর সঙ্গে ছিলেন রাম গোপাল ৷ অখিলেশের হয়ে কমিশনে প্রতিনিধিত্ব করছেন রাম গোপাল ৷ অখিলেশের হয়ে সাইকেল প্রতীকের জন্য লড়াই করছেন আইনজীবী কপিল সিব্বল ৷
তিনিই দলের জাতীয় সভাপতি। তাই দলের প্রতীক 'সাইকেল'-এর অধিকারও তাঁর। এর আগে নির্বাচন কমিশনে গিয়ে এই দাবিই করেছিলেন মুলায়ম সিং যাদব। একইসঙ্গে ছেলে অখিলেশের জমা দেওয়া হলফনামা জাল বলেও অভিযোগ জানিয়ে ছিলেন মুলায়ম সিং ৷
১১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে উত্তরপ্রদেশের সাত দফার নির্বাচনী লড়াই।
তবে সাইকেল প্রতীক না পেলে অখিলেশ প্ল্যান বি হিসেবে মোটর সাইকেলের প্রতীক বাছাই করে রেখেছিলেন ৷