ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে. আসনের জন্য প্রার্থী বাছাইয়ের কাজও অনেকটাই এগিয়ে ফেলেছে অখিলেশ যাদবের দল৷ বাকি ১৫টি আসন কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের অন্য দলগুলির জন্য ছাড়তে রাজি সমাজবাদী পার্টি৷
শেষ পর্যন্ত এই প্রস্তাবে ইন্ডিয়া জোটের সঙ্গীরা রাজি হলে কংগ্রেসের জন্য রায়বরেলি এবং অমেঠী কেন্দ্র দুটি ছেড়ে দেবে সমাজবাদী পার্টি৷ রায়বরেলীর সাংসদ সনিয়া গান্ধি৷ অন্যদিকে গতবার রাহুল গান্ধি পরাজিত হওয়ার পর এবার অমেঠী পুনরুদ্ধার করাও কংগ্রেসের কাছে৷
advertisement
আরও পড়ুন: পরীক্ষার সাত বছর পর হাতে এল অ্যাডমিট কার্ড, বর্ধমানে চাকরিপ্রার্থীর মাথায় হাত
তবে সমাজবাদী পার্টির পক্ষ থেকে অবশ্য জানিয়ে রাখা হয়েছে, শেষ পর্যন্ত ইন্ডিয়া জোটে আসন রফা নিয়ে সমস্যা হলে অথবা কোনও কারণে বিরোধীরা একজোট না হলে তারা একক ভাবেই বিজেপি-র বিরুদ্ধে উত্তর প্রদেশে মোকাবিলা করতে তৈরি৷
ইতিমধ্যেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে আসন রফা নিয়ে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টি মতানৈক্য সামনে এসেছে৷ অখিলেশ যাদব অভিযোগ করেছিলেন, প্রতিশ্রুতি মতো মধ্যপ্রদেশে তাদের ৬টি আসন ছাড়েনি কংগ্রেস৷ পাশাপাশি আসন বণ্টন নিয়ে মতপার্থক্যের জেরে শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনে আদৌ ইন্ডিয়া জোট দানা বাঁধবে কি না, তা নিয়েও জল্পনা ছড়িয়েছে৷
শেষ পর্যন্ত অবশ্য অখিলেশ খানিকটা সুর নরম করেছেন৷ তিনি এখনও ইন্ডিয়া জোটের অংশ বলেই দাবি করেছেন সমাজবাদী পার্টর প্রধান৷