TRENDING:

সমাজবাদী পার্টিতে অশান্তি চরমে, বহিষ্কৃত অখিলেশ ঘনিষ্ঠ উদয়বীর সিং

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লক্ষ্নৌ: ফের প্রকাশ্যে এল সমাজবাদী পার্টি অন্তর্দ্বন্দ্ব ৷ অখিলেশ ঘনিষ্ঠ উদয়বীর সিং নামে এক দলীয় বিধান পরিষদ সদস্যকে ৬ বছরের জন্য বরখাস্ত করল সপা ৷ দিন কয়েক আগেই দলের শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়ে দলীয় সভাপতি অখিলেশ যাদবকে দলের জাতীয় সভাপতি করার আর্জি জানান এই উদয়বীর ৷ তাঁর এই প্রস্তাবকে শনিবার দলবিরোধী, শৃঙ্খলাবিরোধী ও অসম্মানজনক আখ্যা দিয়ে তাকে বহিষ্কার করে শীর্ষ নেতৃত্ব ৷
advertisement

মুলায়ম সিং যাদবকে লেখা চিঠিতে উদয়বীর সিং সরাসরি রাজ্য সভাপতি শিবপাল যাদবের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন ৷ চার পাতার চিঠিতে তিনি লেখেন, শিবপাল, অখিলেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুলায়মকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ৷ জাতীয় সভাপতি হওয়ার সবগুণ রয়েছে একমাত্র অখিলেশের মধ্যে ৷ তাই তাঁকেই সভাপতি করে দেওয়া উচিত ৷ সূত্রের খবর, চিঠিতে অখিলেশের অনুগামী উদয়বীর সিং মুলায়মের দ্বিতীয় স্ত্রী ও অখিলেশের বিমাতাকেও আক্রমণ করতে ছাড়েননি ৷

advertisement

এসব কিছুর জন্যই এদিন সপা-র শীর্ষ নেতৃত্ব উদয়বীরকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় ৷ শনিবার দলের উত্তরপ্রদেশ ইউনিটের এক্সিকিউটিভ কমিটির সূচনা বৈঠকের পরই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় ৷ দলের তরফে মুখপাত্র অম্বিকা চৌধুরী বলেন, উদয়বীর অসম্মানজনক, অশালীন আচরণ করেছেন ৷ সমাজবাদী পার্টিতে এই সব উৎশৃঙ্খলা সহ্য করা হবে না ৷ তাই এই সিদ্ধান্ত ৷ শৃঙ্খলাই সমাজবাদী পার্টির মূল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আর যাকে ঘিরে এত কাণ্ড সেই উদয়বীর সিং পার্টির সিদ্ধান্ত শোনার পর বলেন,তিনি মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বিরুদ্ধে হওয়া চক্রান্তগুলিই মুলায়মকে জানাতে চেয়েছিলেন ৷ যারা দলের প্রকৃত ভাল চায় তাদেরই বহিষ্কার করা হচ্ছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
সমাজবাদী পার্টিতে অশান্তি চরমে, বহিষ্কৃত অখিলেশ ঘনিষ্ঠ উদয়বীর সিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল