মুলায়ম সিং যাদবকে লেখা চিঠিতে উদয়বীর সিং সরাসরি রাজ্য সভাপতি শিবপাল যাদবের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন ৷ চার পাতার চিঠিতে তিনি লেখেন, শিবপাল, অখিলেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুলায়মকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ৷ জাতীয় সভাপতি হওয়ার সবগুণ রয়েছে একমাত্র অখিলেশের মধ্যে ৷ তাই তাঁকেই সভাপতি করে দেওয়া উচিত ৷ সূত্রের খবর, চিঠিতে অখিলেশের অনুগামী উদয়বীর সিং মুলায়মের দ্বিতীয় স্ত্রী ও অখিলেশের বিমাতাকেও আক্রমণ করতে ছাড়েননি ৷
advertisement
এসব কিছুর জন্যই এদিন সপা-র শীর্ষ নেতৃত্ব উদয়বীরকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় ৷ শনিবার দলের উত্তরপ্রদেশ ইউনিটের এক্সিকিউটিভ কমিটির সূচনা বৈঠকের পরই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় ৷ দলের তরফে মুখপাত্র অম্বিকা চৌধুরী বলেন, উদয়বীর অসম্মানজনক, অশালীন আচরণ করেছেন ৷ সমাজবাদী পার্টিতে এই সব উৎশৃঙ্খলা সহ্য করা হবে না ৷ তাই এই সিদ্ধান্ত ৷ শৃঙ্খলাই সমাজবাদী পার্টির মূল ৷
আর যাকে ঘিরে এত কাণ্ড সেই উদয়বীর সিং পার্টির সিদ্ধান্ত শোনার পর বলেন,তিনি মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বিরুদ্ধে হওয়া চক্রান্তগুলিই মুলায়মকে জানাতে চেয়েছিলেন ৷ যারা দলের প্রকৃত ভাল চায় তাদেরই বহিষ্কার করা হচ্ছে ৷