উত্তর প্রদেশে পঞ্চায়েত নির্বাচনে সাফল্য পাওয়ার পর এবার আগামী বছর বিধানসভা নির্বাচনেও যোগী আদিত্যনাথ সরকারকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে অখিলেশের দল৷ আর সেই লক্ষ্যভেদে বাংলায় ঝড় তোলা তৃণমূলের খেলা হবে স্লোগানকেই অন্যতম অস্ত্র করতে চাইছে সমাজবাদী পার্টি৷ কানপুর শহরের বিভিন্ন অংশে যে হোর্ডিং-এ খেলা হোই স্লোগানের দেখা মিলেছে, তার উদ্যোক্তা কানপুরে সমাজবাদী পার্টির সভাপতি ডক্টর ইমরান৷ তিনি সরাসরিই স্বীকার করে নিয়েছেন, তৃণমূলের স্লোগানকেই ধার করেছেন তাঁরা৷
advertisement
ইমরান বলেন, 'বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপি নেতারা যে কদর্য ভাষার ব্যবহার করেছিলেন, তার জবাব ওঁরা পেয়েছেন৷ আমরা কানপুর শহর জুড়ে এই হোর্ডিং লাগাচ্ছি কারণ এবার উত্তর প্রদেশেও খেলা শুরু হয়ে গিয়েছে৷ বাংলায় যা হয়েছে, এবার উত্তর প্রদেশেও তার পুনরাবৃত্তি ঘটবে৷'
সমাজবাদী পার্টি তাদের স্লোগানকে ধার করায় সেই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তৃণমূলও৷ দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, 'সমাজবাদী পার্টি যদি চায় তাহলে আমরাও উত্তর প্রদেশে এই খেলার অংশ হতে রাজি৷'
এ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি জনসভাতেই নিয়ম করে খেলা হবে স্লোগান তুলতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ হুইলচেয়ারে বসেই জনতার উদ্দেশে প্রশ্ন করতেন, 'কী বন্ধু খেলা হবে তো?' বিজেপি নেতারা এই স্লোগানকে পাল্টা কটাক্ষ করার চেষ্টা করলেও ভোটের ফল বেরোতে দেখা যায়, খেলা হবে-র ঝড়ে বিপর্যস্ত গেরুয়া শিবির৷ এবার উত্তর প্রদেশেও বিধানসভা নির্বাচনের আগে মমতা অখিলেশ একই মঞ্চ থেকে বিজেপি-র বিরুদ্ধে খেলা হবে স্লোগান তোলেন কি না, এ দিনের পর সেই জল্পনাও তৈরি হল রাজনৈতিক মহলে৷