ভারত দীর্ঘকাল ধরে সন্ত্রাসবাদের মোকাবিলা করেছে। ২৬/১১ জঙ্গি হামলার পর কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি । উরি ও পুলওয়ামা হামলার বীর জওয়ানদের ভূমিকার প্রশংসনীয়, জানিয়েছেন মোদি । ভারত সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য দীর্ঘকাল ধরে সমস্যার সম্মুখীন হয়েছে কিন্তু আর নয় । গত কয়েকদিন ধরে ভারতীয় সামরিক বাহিনীর পদক্ষেপ প্রমাণ করে দিয়েছে তাঁদের যোগ্যতা ঠিক কতখানি , মন্তব্য মোদির । দেশের জন্য যারা প্রতিনিয়ত কাজ করে চলেছেন, তাঁদেরকে স্যালুট জানাই, জানিয়েছেন মোদি ।
advertisement
তিনি জানিয়েছেন,সন্ত্রাসবাদ দমনে কোনও কার্যকরী পদক্ষেপ নেয়নি ইউপিএ সরকার; কেবলমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই কাজ করেছে ইউপিএ শাসকদল, জানিয়েছেন মোদি ।
মোদি আসবে যাবে, কিন্তু ভারতই সকলের প্রাধান্য, তাই জওয়ানদের বীরত্ব নিয়ে রাজনীতি করা অপ্রয়োজনীয়, সভায় জানিয়েছেন নরেন্দ্র মোদি ।