TRENDING:

‘হিন্দু শাসক’ মন্তব্য নিয়ে রাজনাথকে আক্রমণ সেলিমের

Last Updated:

আটশো বছরে এই প্রথম ভারতে কোনও হিন্দু প্রধানমন্ত্রী হয়েছেন’৷ এমনটাই নাকি রাজনাথ সিং বলেছিলেন মোদি ক্ষমতায় আসার পর, দাবি করলেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম ৷ সোমবার লোকসভা অধিবেশনে এই মন্তব্যকে নিয়ে সরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে আক্রমণ করলেন সেলিম ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ‘আটশো বছরে এই প্রথম ভারতে কোনও হিন্দু প্রধানমন্ত্রী হয়েছেন’৷ এমনটাই নাকি রাজনাথ সিং বলেছিলেন মোদি ক্ষমতায় আসার পর, দাবি করলেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম ৷ সোমবার লোকসভা অধিবেশনে এই মন্তব্যকে নিয়ে সরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে আক্রমণ করলেন সেলিম ৷ সংসদে সেলিম-রাজনাথ বিতর্কে উত্তপ্ত হয়ে উঠে লোকসভার শীতকালীন অধিবেশন ৷ শুরু হয় হট্টোগোল ৷ মুলতুবি হয় অধিবেশনও৷
advertisement

অসহষ্ণিুতা ইস্যুতে উত্তপ্ত হতে পারে লোকসভা অধিবেশন ৷ এমন আশঙ্কা আগে থেকেই করা হয়েছিল ৷ আর ঠিক তাই হল ৷ অধিবেশন শুরু হতেই অসহষ্ণিুতা নিয়ে বিজেপির উপরে সরব হল বিরোধীরা ৷ একের পর এক তোপ দাগতে শুরু করা হয় শাসক দলের উপরে ৷ কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে আক্রমণ করে, বামফ্রন্টের মহম্মদ সেলিম সংবাদমাধ্যমে বেরোনো একটি খবরের প্রসঙ্গ তুলে আনেন ৷ কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর রাজনাথ সিং নাকি বলেছিলেন ‘ আটশো বছর পর হিন্দু শাসক পেল ভারত ৷’

advertisement

অন্যদিকে, সেলিমের অভিযোগকে উড়িয়ে দিয়ে রাজনাথ জানান, তিনি কোনও দিন এমন মন্তব্য করেননি ৷ সেলিমের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘বামফ্রন্টের সাংসদ তাঁর উপর একটা গুরুতর অভিযোগ এনেছেন ৷ আমি ওঁর কাছে জানতে চাই কোথায় আমি এমন মন্তব্য করেছি ৷ যদি না বলতে পারে তাহলে এমন মন্তব্য করার জন্য সেলিমকে ক্ষমা চাইতে হবে ৷’ সেলিম অবশ্য পাল্টা জবাবে বলেন যে তিনি একটি পত্রিকায় ছাপা খবর দেখেই এই মন্তব্য করেছেন ৷ তিনি আরও বলেন, ‘যদি রাজনাথ এরকম কিছু না বলে থাকেন তাহলে ওই সংস্থাকে উনি আইনি নোটিস পাঠান ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাজনাথ এদিন জানান, সেলিমের এই অভিযোগে তিনি সব চেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছেন ৷ এই মন্তব্যের পর হট্টোগোল শুরু হয়ে যায় পার্লামেন্টে ৷ হট্টোগোলের জেরে দুপুর অবধি মুলতুবি থাকে অধিবেশন ৷

বাংলা খবর/ খবর/দেশ/
‘হিন্দু শাসক’ মন্তব্য নিয়ে রাজনাথকে আক্রমণ সেলিমের