TRENDING:

ভাগ্যিস সাক্ষীকে ছোটবেলায় মেরে ফেলা হয়নি, না হলে পদক হতো হাতছাড়া !

Last Updated:

ব্যাপারটা ঠিক এরকমই ৷ হিসেব-নিকেশ করলে যা পাওয়া যায়, তা হল গোটা হরিয়ানা জুড়ে কন্যা শিশু হত্যা হয়তো সবচেয়ে বেশিমাত্রায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এটাই হয়তো সবচেয়ে বড় বিশ্ময় ৷ যে রাজ্য কন্যা হত্যার জন্য কুখ্যাত ৷ সেই রাজ্যের মেয়েই ভারতের জন্য অলিম্পিক থেকে ছিনিয়ে আনলেন প্রথম পদক!
advertisement

ব্যাপারটা ঠিক এরকমই ৷ হিসেব-নিকেশ করলে যা পাওয়া যায়, তা হল গোটা হরিয়ানা জুড়ে কন্যা শিশু হত্যা হয়তো সবচেয়ে বেশিমাত্রায় ৷ একসময় এই ইস্যু সবার সামনে এনে ইউনিয়ন উওম্যান ও চাইল্ড ডেভলপমেন্ট মন্ত্রী মেনেকা গান্ধী সরকারিভাবে জানিয়েছিলেন হরিয়ানায় প্রায় ৭০ টি এমন গ্রাম রয়েছে যেখানে বহু বছর ধরে কন্যা জন্মায় না ! পুত্র সন্তান ও কন্যা সন্তানের অনুপাতটাও সামনে আনেন মেনেকা গান্ধী ৷ অনুপাতটি হল ৭৬২ কন্যা সন্তান ও পুত্র সন্তান ১০০০ ৷ হিসেব অনুযায়ী, বেশিরভাগ ক্ষেত্রে মাতৃ গর্ভেই কন্যা ভ্রুণ নষ্ট করে দেওয়া হয় ৷ হরিয়ানার এই অবস্থা থেকে গোটা দেশই অবগত ৷ নানা প্রোমোশনে, নানা কর্মসূচীর মধ্যে দিয়েও কন্যা হত্যা ব্যধি দূর করা যাচ্ছে না হরিয়ানার অন্দর থেকে ! তবুও সেই অন্দর থেকেই অলিম্পিকের পাড়ি হরিয়ানার মেয়ে সাক্ষী মালিকের ৷ এবারের রিও অলিম্পিকে কুস্তি খেলে ভারতের জন্য প্রথম পদক ছিনিয়ে এনেছেন সাক্ষীই !

advertisement

সলমন খান অভিনীত ‘সুলতান’ ছবিতে অনুষ্কা শর্মা ওরফে আরফা চেয়েছিলেন অলিম্পিকে যেতে ৷ সঙ্গে চেয়েছিলেন তার জেতার মধ্যে দিয়েই হয়তো হরিয়ানার অন্দর থেকে ব্যধি দূর হবে ৷ কন্যা হত্যার বদলে, হয়তো বাড়ির মেয়েও ছেলের মর্যাদার বড় হবে ৷ এগিয়ে যাবে৷ সেই বলিউড ছবির গল্পকেই যেন নতুন করে লিখে ফেললেন সাক্ষী মালিক ৷ আরফার মতোই স্বপ্ন নিয়ে অলিম্পিকে গিয়ে ভারতের জন্য প্রথম পদক ছিনিয়ে আনলেন আনলেন তিনি ৷ আর গড়লেন ইতিহাস ৷ হরিয়ানাকে ফের মুখোমুখি জবাব দিলেন, ‘হাম ভি কম নেহি...’

advertisement

সাক্ষীর পদক জেতার খবর পেয়ে ট্যুইটারে একের পর ট্যুইট ৷ ট্যুইট করছেন সব মহলের সেলিব্রিটিরা ৷ যেমন অনুষ্কা শর্মা লিখলেন, ‘ইয়ো সে হরিয়ানা কী শেরনি অউর ইন্ডিয়া কি জান...লড়কিয়া লড়কো সে কম নেহি...’ ৷ সাক্ষীকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন বিরেন্দ্র সহেবগ, অমিতাভ বচ্চন, আমির খানের মতো বলিউডের তাবড়রা ৷ তবে সবারই ট্যুইটে একটাই কথা, হরিয়ানার কন্যা হত্যার সামাজিক ব্যধিতে আক্রান্ত হয়ে ভাগ্যিস ছোটো থাকতে স্বাক্ষীকে মেরে ফেলা হয়নি, না হলে এবার অলিম্পিকে পদকের সাক্ষী হতো না ভারত !

advertisement

হরিয়ানার মোখরা গ্রামে জন্ম হয় সাক্ষী মালিকের ৷ ছোটোবেলা থেকেই কাবাডি, ক্রিকেট খেলতেন, কিন্তু মনে মনে ইচ্ছে ছিল কুস্তিগীর হওয়ার স্বপ্নই ছিল সাক্ষীর ৷ পদক জেতার পর স্বাক্ষী জানিয়েছেন, ‘আমি জানতামই না অলিম্পিক কী জিনিস ৷ আমি শুধু জানতাম ভারতের হয়ে খেললে, প্লেন চড়তে পারব ৷ ১২ বছর লাগল আমার এই লড়াইয়ের জন্য তৈরি হতে ৷ ভারতের জন্য পদক আনতে পেরে সত্যিই গর্বিত ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এবার খেলা! মহৎ লক্ষ্যে পুলিশ, জমাটি ফুটবল প্রতিযোগিতা জঙ্গলমহলে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভাগ্যিস সাক্ষীকে ছোটবেলায় মেরে ফেলা হয়নি, না হলে পদক হতো হাতছাড়া !