TRENDING:

মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে ‘স্মৃতিভ্রংশ’ কটাক্ষ সাকেত গোখলের, রাজনীতিতে তরজা তুঙ্গে

Last Updated:

পার্শ্বিক স্মৃতিভ্রংশের জন্য ২০১৯-এর সাক্ষাৎ ভুলে গিয়ে গিয়েছেন মুখমন্ত্রী, মনে করিয়ে দিলেন সাকেত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সংমাকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ তৃণমূল মুখপাত্র সাকেত গোখলের। পার্শ্বিক স্মৃতিভ্রংশের জন্য ২০১৯-এর সাক্ষাৎ ভুলে গিয়ে গিয়েছেন মুখমন্ত্রী, মনে করিয়ে দিলেন সাকেত। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার বিরুদ্ধে এ বার ‘পার্শ্বিক স্মৃতিভ্রংশের’ অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে। স্মার্ট মিটার, মেঘালয় বিধানসভার ভেঙে পড়া ও ঠিকাদারি চুক্তি, শিলং স্মার্ট সিটি, সৌভাগ্য যোজনা ও পুলিশ দফতরে যানবাহন কেলেঙ্কারির মতো বিষয়গুলি নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।
advertisement

এর আগে সাংমা জানিয়েছিলেন, ‘অপ্রাসঙ্গিক’ কারওর সঙ্গে বিতর্কে আগ্রহী নয় মেঘালয় সরকার৷ ২৭ সেপ্টেম্বর, সাংমার উদ্দেশ্যে লেখা একটি চিঠিতে গোখলে, ২০১৯ সালে সাংমার সঙ্গে তাঁর দিল্লিতে সাক্ষাৎ ও বিভিন্ন বিষয়ে আলোচনার কথা মনে করিয়ে জানিয়েছেন, এমডিএ সরকারের আকাশছোঁয়া দুর্নীতি অস্বীকার করতেই হয়তো সাংমার স্মৃতিলোপ হয়েছে। সাংমাকে ‘মনে করিয়ে’ দিয়ে তিনি লিখেছেন, ‘আমি ভারতীয় সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল তথা তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র’।

advertisement

আরও পড়ুন: পার্থ-অর্পিতা জেলে, আজ কে উদ্বোধন করবেন নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো, জানুন

আরও পড়ুন- ‘দলে থেকে দলের লোকসান করবেন না, আস্থা-ভরসা না থাকলে দল ছেড়ে দিন...’ কড়া বার্তা মিঠুন চক্রবর্তীর 

এর আগেও একাধিক চিঠিতে মেঘালয়ের এমডিএ সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির প্রমাণ প্রকাশ্যে এনেছেন তৃণমূল জাতীয় মুখপাত্র। মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী প্রেস্টন তিনসংকেও প্রকাশ্য বিতর্কের আহ্বান জানিয়েছিলেন, যদিও তাঁর কোনও সদুত্তর দিতে ব্যর্থ হয়েছেন তিনসং।

advertisement

গোখলে জানিয়েছেন, অক্টোবরের প্রথম সপ্তাহে বিতর্কে অংশগ্রহণ করবেন তিনি। এ প্রসঙ্গে এমডিএ সরকারে কোনও এক মন্ত্রীকে প্রতিনিধি হিসাবে পাঠানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
দিনের আলোয় দেখা যাচ্ছে না রাস্তা, চালকদের বুক ধড়ফড়! দুর্গাপুরের রাস্তায় নতুন বিপদ
আরও দেখুন

২০১৮ থেকেই কনরাড সাংমার এনপিপি চালিত এমডিএ সরকারের আমলে একের পর দুর্নীতিতে বিধ্বস্ত হয়েছে মেঘালয়। এক দিকে সরকারি দফতরের তরফে তছরুপের অভিযোগ ও অন্যদিকে বহিরাগত ঠিকাদারদের সঙ্গে সরকারের আর্থিক চুক্তি- একের পর এক অভিযোগ প্রকাশ্যে এসেছে । কিন্তু কোনও ক্ষেত্রেই যথার্থ কোনও পদক্ষেপ করেনি সাংমা সরকার। মেঘালয় নিয়ে একাধিক বার সেই রাজ্যের শাসক দলকে আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস৷ এমন কী দিল্লির অলিন্দে মেঘালয় নিয়ে আন্দোলন করেছে তৃণমূল কংগ্রেস৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে ‘স্মৃতিভ্রংশ’ কটাক্ষ সাকেত গোখলের, রাজনীতিতে তরজা তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল