সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাটিয়া এই এলাকায় আত্মঘাতী বাহিনী তৈরি করতে একেবারে প্রস্তুত ৷ তবে, রামমন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের আগে আত্মঘাতী বাহিনী টুঁ শব্দটিও করবে না বলে জানিয়ে দিয়েছেন কাটিয়া ৷ কিন্তু সুপ্রিম কোর্টের রায় যদি রামমন্দির তৈরির বিপরীতে যায়, তাহলেই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে এই আত্মঘাতী বাহিনী ৷
এই প্রসঙ্গে কাটিয়ার যুক্তি, ‘রামচন্দ্রর ওই জায়গা আমাদের ৷ কিন্তু সুপ্রিম কোর্ট যদি অযোধ্যা নির্মাণের বিপরীতে রায় দেয় তাহলে আমরা সেই আত্মঘাতী বাহিনী তৈরি করব ৷ সেই আত্মঘাতী বাহিনীই অযোধ্যাতে ওই জায়গাতেই রাম মন্দির তৈরি করবে ৷’
advertisement
প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি কাটিয়ার ফাজিয়াবাদ থেকে লোকসভার সদস্য হিসেবে তিনবার নির্বাচিত হয়েছেন ৷ তবে, এই প্রথম নয় ৷ এর আগেও অযোধ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছেন তিনি ৷ বাবরি মসজিদ এবং অযোধ্যা রাম মন্দিরে অপরাধমূলক কাজকর্মের অভিযোগে সুপ্রিম কোর্টেও কাটিয়ারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ৷