TRENDING:

অযোধ্যায় রামমন্দির না হলে আত্মঘাতী বাহিনী তৈরি করবে সংঘ বাহিনী

Last Updated:

অযোধ্যাতেই রামমন্দির তৈরি হবে ৷ আর তা যদি না হয় তাহলে ওই জায়গাতেই নিজের জীবন বলিদান দেবে আত্মঘাতী বাহিনী ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: অযোধ্যাতেই রামমন্দির তৈরি হবে ৷ আর তা যদি না হয় তাহলে ওই জায়গাতেই নিজের জীবন বলিদান দেবে আত্মঘাতী বাহিনী ৷ অর্থাৎ রামমন্দির তৈরির জন্য সংঘবাহিনী নয়া আত্মঘাতী বাহিনী প্রস্তুতের পথে ৷ প্রবীণ বিজেপি নেতা বিনয় কাটিয়ার মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক জগতে ৷
advertisement

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাটিয়া এই এলাকায় আত্মঘাতী বাহিনী তৈরি করতে একেবারে প্রস্তুত ৷ তবে, রামমন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের আগে আত্মঘাতী বাহিনী টুঁ শব্দটিও করবে না বলে জানিয়ে দিয়েছেন কাটিয়া ৷ কিন্তু সুপ্রিম কোর্টের রায় যদি রামমন্দির তৈরির বিপরীতে যায়, তাহলেই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে এই আত্মঘাতী বাহিনী ৷

এই প্রসঙ্গে কাটিয়ার যুক্তি, ‘রামচন্দ্রর ওই জায়গা আমাদের ৷ কিন্তু সুপ্রিম কোর্ট যদি অযোধ্যা নির্মাণের বিপরীতে রায় দেয় তাহলে আমরা সেই আত্মঘাতী বাহিনী তৈরি করব ৷ সেই আত্মঘাতী বাহিনীই অযোধ্যাতে ওই জায়গাতেই রাম মন্দির তৈরি করবে ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি কাটিয়ার ফাজিয়াবাদ থেকে লোকসভার সদস্য হিসেবে তিনবার নির্বাচিত হয়েছেন ৷ তবে, এই প্রথম নয় ৷ এর আগেও অযোধ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছেন তিনি ৷ বাবরি মসজিদ এবং অযোধ্যা রাম মন্দিরে অপরাধমূলক কাজকর্মের অভিযোগে সুপ্রিম কোর্টেও কাটিয়ারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
অযোধ্যায় রামমন্দির না হলে আত্মঘাতী বাহিনী তৈরি করবে সংঘ বাহিনী