TRENDING:

পনিরসেলভমের পাল্টা চাল, দল থেকে বহিষ্কৃত শশীকলা

Last Updated:

নিজের অনুগামীদের মাধ্যমে দল থেকে শশীকলাকে বহিষ্কার করে পাল্টা চাল চাললেন পনিরসেলভম ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: মুখ্যমন্ত্রীত্ব পাননি তবে ক্ষমতার দখলের লড়াই থেকে এখনই সরছেন না পনির ৷  নিজের অনুগামীদের মাধ্যমে দল থেকে শশীকলাকে বহিষ্কার করে পাল্টা চাল চাললেন পনিরসেলভম ৷
advertisement

বৃহস্পতিবারই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শশীকলার বাছাই এডাপাড্ডি পালানিস্বামী ৷ মুখ্যমন্ত্রীত্বের আসনে কে বসবে সে প্রশ্নের ফয়সালা হয়ে গেলেও এখনও AIADMK-এর মালিকানা শশীকলা ও পনির শিবিরের মধ্যে নিয়ে যুদ্ধ অব্যাহত ৷

পনিরসেলভমকে দল থেকে বহিষ্কার করার পাল্টা চাল হিসেবে পনির ঘনিষ্ঠ এবং দলের সভাপতিমণ্ডলীর প্রাক্তন চেয়ারম্যান ই মধূসুদনন সাধারণ সম্পাদক শশীকলা নটরাজন,তাঁর ভাইপো ও সাধারণ সম্পাদক টি টি ভি দীনকরণকে এদিন বহিষ্কার করেন ৷

advertisement

এর আগে মুখ্যমন্ত্রী পদের অন্যতম প্রতিদ্বন্দ্বী পনিরসেলভমের প্রাথমিক সদস্য পদ বাতিল করেন শশীকলা ৷ পনিরকে সমর্থন করার কারণে মধূসুদননকেও বহিষ্কার করেছিলেন শশীকলা ৷

শশীকলাকে দল থেকে বহিষ্কার করে মধূসুদনন একটি বিবৃতিতে জানান, শশীকলার জন্য বদনাম হচ্ছে দলের ৷ তাই চিনাম্মার সঙ্গে সঙ্গে তাঁর ভাইপোরও দলীয় সদস্যপদ খারিজ করেন ৷ ২০১১ সালে শশীকলার ভাইপোকে দল থেকে বহিষ্কার করেছিলেন আম্মা জয়ললিতা ৷ পরে তাঁকে ফিরিয়ে আনেন চিনাম্মা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

AIADMK-এর মালিকানা নিয়ে লড়াইয়ের মাঝেই মাস্টারস্ট্রোকটি খেলেছেন শশীকলা ৷ জেলযাত্রার আগেই মুখ্যমন্ত্রী পদের জন্য পালানিস্বামীকে নির্বাচন করে যান ৷ শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে শপথ নেন এডাপাড্ডি পালানিস্বামী ৷ সম্ভবত তাঁর মাধ্যমেই তামিল রাজনীতি পরিচালনা করবেন চিনাম্মা ৷

বাংলা খবর/ খবর/দেশ/
পনিরসেলভমের পাল্টা চাল, দল থেকে বহিষ্কৃত শশীকলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল