TRENDING:

'ও শুধু আমার সহকর্মী নয়, বন্ধু,' সচিন পাইলটের বিদায়বেলায় আবেগঘন ট্যুইট রাহুলের

Last Updated:

রাজস্থানে কংগ্রেসের এই 'বিদ্রোহী' নেতাকে নিয়ে এতদিন চুপ ছিলেন৷ মঙ্গলবার দুপুরে আবেগঘন ট্যুইট করলেন রাহুল গান্ধি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কংগ্রেসের সঙ্গে সচিন পাইলটের সম্পূর্ণ বিচ্ছেদ শুধু সময়ের অপেক্ষা৷ ইতিমধ্যেই তাঁকে উপমুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হয়েছে৷ রাজস্থানে কংগ্রেসের এই 'বিদ্রোহী' নেতাকে নিয়ে এতদিন চুপ ছিলেন৷ মঙ্গলবার দুপুরে আবেগঘন ট্যুইট করলেন রাহুল গান্ধি৷
advertisement

advertisement

সেই যুব কংগ্রেস থেকে শুরু৷ কংগ্রেসের তরুণ মুখদের মধ্যে একজন ছিলেন সচিন পাইলট৷ আরেকজন ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ এঁরা সকলেই রাহুল গান্ধির সমসাময়িক৷ জ্যোতিরাদিত্য ইতিমধ্যেই বিজেপি যোগ দিয়েছেন৷ মধ্যপ্রদেশে কংগ্রেস সরকারও পড়ে গিয়েছে৷ সচিন পাইলটেরও বিদায় সময়ের অপেক্ষা৷

এ দিন রাহুল ট্যুইটারে লিখলেন, 'সচিন পাইলট শুধুই আমার সহকর্মী নয়, আমার বন্ধুও৷ দলের জন্য ও পূর্ণ কর্তব্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে গিয়েছে, একথা কেউ অস্বীকার করতে পারবে না৷ ভেবেছিলাম, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে৷ কিন্তু দুঃখের বিষয়, তা হল না৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বার বার দলের তরফে সন্ধির বার্তা দিলেও সাড়া দিচ্ছিলেন না সচিন পাইলট৷ অন্যদিকে এখনই রাজস্থানে সরকার পড়ে যাওয়ার আশঙ্কাও নেই৷ এবার তাই বিক্ষুব্ধ সচিন পাইলটের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নিয়েছে কংগ্রেস৷ রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পাইলটকে৷ একই সঙ্গে রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
'ও শুধু আমার সহকর্মী নয়, বন্ধু,' সচিন পাইলটের বিদায়বেলায় আবেগঘন ট্যুইট রাহুলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল